1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল শুরু হতে চলেছে

২ এপ্রিল ২০১১

ভারত নামের একটি দেশে, মুম্বই নামের একটি শহরে৷ ভারত এবং শ্রীলঙ্কা, দুই ফাইনালিস্টের ক্রিকেটাররাই রয়েছে তাজ মহল প্যালেস হোটেলে, যেখানে সন্ত্রাসীরা আঘাত হেনেছিল ২০০৮ সালে৷

https://p.dw.com/p/10mKQ
ভারতের রাঁচিতে এক ক্রিকেট ফ্যানের মাথায় ছিল এই টুপিছবি: UNI

অর্থাৎ মুম্বই সন্ত্রাসবাদের সঙ্গে অপরিচিত নয়৷ তাই ওয়ানখেড়ে স্টেডিয়ামের আশেপাশে তিন হাজারের বেশি পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা নিযুক্ত৷ স্টেডিয়ামে স্থান পাবেন ৩৩,০০০ দর্শক - অবশ্য গোটা দেশটাকেই আজ ১০০ কোটির বেশি দর্শকের একটা স্টেডিয়াম বলা চলে৷ ফাইনালের টিকিট? যে ফাইনালের টিকিট বাগানোর আশায় শুল্ক বিভাগের কর্মকর্তারা মুম্বই বিমানবন্দরে আইসিসি'র প্রতিনিধিদের আটক করে তাঁদের কাছে বিশ্বকাপের যে দ্বিতীয় কাপটি আছে, সেটিকে বাজেয়াপ্ত করার হুমকি দেন - সেই ফাইনালের টিকিট?

সুদীর্ঘ ২৮ বছর পরে ভারতের আবার বিশ্বকাপ জেতার আশা৷ শচিন তেন্ডুলকর তাঁর শততম আন্তর্জাতিক শতক করবেন, সেই আশা৷ ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ক্রিকেট খেলার জন্যই নাকি ঈশ্বর তেন্ডুলকরকে সৃষ্টি করেছিলেন৷ ওদিকে ব্যাটসম্যান গৌতম গাম্ভির বলেছেন, ভারতের জয়ের ক্ষেত্রে সেই জয় ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বই সন্ত্রাসে নিহতদের প্রতি উৎসর্গ করা হবে৷

Sachin Tendulkar
ঈশ্বর যাকে ক্রিকেট খেলার জন্য সৃষ্টি করেছিলেনছবি: AP

সেই সন্ত্রাসের ছায়া তো আজও সর্বত্র৷ ক্রিকেট খেলার বিশ্বকাপের ফাইনাল৷ কিন্তু সেজন্য মুম্বই'তে বিমানবিধ্বংসী কামানও বসানো হয়েছে৷ উপকূলে নৌবাহিনীর রণতরী টহল দিচ্ছে৷ বাছাই নিরাপত্তা বিভাগগুলি সারা শহর চিরুনি দিয়ে চষে দেখছে, বিপদ ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা৷ এবং অবশ্যই স্টেডিয়ামের ওপরের নীলাকাশ আজ নো-ফ্লাই জোন৷ সেখানে উড়বে শুধু একটি জাতির প্রত্যাশা৷

নয়তো কয়েকটি শেষ প্রশ্ন থেকে যাচ্ছে৷ আশীষ নেহরার জায়গায় কে খেলবেন: অশ্বিন? শ্রীশান্ত? ইউসুফ পাঠান? অথবা শ্রীলঙ্কার যে এ্যাঞ্জেলো ম্যাথিউস নেই, তাঁর জায়গায় কি পেরেরা অথবা মেন্ডিস খেলবেন? আর যারা মহাকাব্য ভালোবাসেন, তারা তো তেন্ডুলকর বনাম মুরালিথরন গাথা নিয়েই মশগুল থাকবেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই