1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট মাঠকে একেবারে বিদায় জানালেন কুম্বলে

৪ জানুয়ারি ২০১১

বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি৷ এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বিদায় নিলেন৷ ফলে বল হাতে আর কখনো মাঠে দেখা যাবে না ভারতের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলেকে৷

https://p.dw.com/p/ztKj
Cricket, star, Anil, Kumble, Match, Royal, Challengers, Bangalore, Delhi, Daredevils,
কুম্বলের এই কারিশমা হয়তো আর দেখা যাবে না কখনওছবি: UNI

মঙ্গলবার আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠানো এক বিবৃতিতে কুম্বলে জানিয়েছেন, আসন্ন টুর্নামেন্টে খেলছেন না তিনি৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি৷ কুম্বলে বলেছেন, আইপিএল'এ খেলাটা তিনি বেশ উপভোগ করেছেন, এবং এজন্য সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন কুম্বলে৷

উল্লেখ্য, আর মাত্র চারদিন পর ৮ই জানুয়ারি থেকে শুরু হবে আইপিএল'এর খেলোয়াড়দের নিলাম৷ আর এবার নিজের মূল্য দুই লাখ ডলার থেকে চার লাখ ডলারে উন্নীত করেছেন কুম্বলে৷ জানা গেছে, আইপিএল'এ এবার ২২ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্য কমপক্ষে চার লাখ ডলার৷ কিন্তু এত বড় আর্থিক লাভের সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেট মাঠকে গুডবাই জানালেন ভারতের ইতিহাসে সেরা লেগ স্পিনার অনিল কুম্বলে৷

জানা গেছে, গত নভেম্বর মাসে কর্ণাটক রাজ্যের ক্রিকেট সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি৷ খেলার চেয়ে ব্যবস্থাপনাতেই এখন সময় দিতে চান কুম্বলে৷ তাই শেষ পর্যন্ত সক্রিয় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

এর আগের বছরগুলোতে আইপিএল এ ব্যাঙ্গালোরের দল রয়্যাল চ্যালেঞ্জার্স'এর হয়ে খেলেছেন কুম্বলে৷ বিগত ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি৷ তার আগে টেস্টে ৬১৯ এবং ওয়ানডেতে ৩৩৭ টি উইকেট নিয়েছেন তিনি৷ উল্লেখ্য, ভারতের যে কোন বোলারের পক্ষে এটাই সর্বোচ্চ উইকেট সংগ্রহ৷ এছাড়া টেস্টে এক ইনিংসে সবগুলো উইকেট নেওয়ার বিরল রেকর্ডেরও মালিক অনিল কুম্বলে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক