1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিস্টিয়ান ভুল্ফ জার্মানির নতুন প্রেসিডেন্ট

৩০ জুন ২০১০

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচনের নাটকীয় তিন পর্ব শেষ হল৷ অবসান ঘটলো দিন-ভর প্রতীক্ষার৷ ভোটের চূড়ান্ত পর্বে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আঙ্গেলা ম্যার্কেলের জোট সরকারের শরীক দলগুলোর প্রার্থী ক্রিস্টিয়ান ভুল্ফ৷

https://p.dw.com/p/O7Ch
Christian Wulff
প্রেসিডেন্ট প্রার্থী ক্রিস্টিয়ান ভুল্ফছবি: picture alliance/dpa

শেষ পর্যন্ত হাসি ফুটলো সরকারি কোয়ালিশন দলের রাজনীতিকদের মুখে৷ তাদের প্রার্থী লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশিষ্ট খ্রিষ্টীয় গণতান্ত্রিক রাজনীতিক ৫১ বছর বয়সী ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তিনি পেয়েছেন ৬২৫ ভোট৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুটি ভোট বেশি৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী দল ও সবুজ দলের প্রার্থী সাবেক পূর্ব জার্মানির নাগরিক অধিকারবাদী ইওয়াখিম গাউক ৪৯৪ ভোট৷ যার অর্থ তিনি অন্য দল থেকেও অন্তত ৩৪টি ভোট পেয়েছেন৷

সংসদ ভবনে উপস্থিত নির্বাচকরা তুমুল করতালি দিয়ে নব নির্বাচিত জার্মান প্রেসিডেন্টকে অভিনন্দন জানান৷ গাউকের সমর্থকরাও দীর্ঘ সময় ধরে করতালি দিয়ে তাঁর প্রতি সম্মান জানান৷ নির্বাচিত হওয়ার পরপরই ক্রিস্টিয়ান ভুল্ফ লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন৷

প্রথম পর্যায়ে ভুল্ফ পেয়েছিলেন ৬০০ ভোট৷ দ্বিতীয় দফায় পান ৬১৫ ভোট৷ অথচ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৬২৩ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী দল ও সবুজ দলের প্রার্থী ইওয়াখিম গাউক প্রথমবার পেয়েছিলেন ৪৯৯ টি ভোট৷ পরেরবার তিনি পান ৪৯০ টি ভোট৷ বামপন্থী দলের প্রার্থী লুক ইওখিমজেন পেয়েছেন ১২৩ টি ভোট, প্রথমবারের চেয়ে ৩টি ভোট কম৷ তৃতীয় বার তিনি আর প্রতিদ্বন্দ্বীতা করেননি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান