1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রুশবিদ্ধ হয়ে ‘গুড ফ্রাইডে’ পালন!

২২ এপ্রিল ২০১১

সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা আজ ‘গুড ফ্রাইডে’ পালন করছে৷ দুই হাজার বছর আগে এই দিনে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারা হয়৷ তাই শোক আর বিষাদের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে৷

https://p.dw.com/p/112Qb
ফিলিপাইনের কিছু গ্রামে প্রতিবছর একটু অন্যভাবে উদযাপন করা হয় ‘গুড ফ্রাইডে’ছবি: AP

তবে ফিলিপাইনের কিছু কিছু গ্রামে প্রতিবছর একটু অন্যভাবে দিনটি উদযাপন করা হয়৷ ‘কুটুড' সেই ধরনেরই একটি গ্রাম৷ সেখানে বাস করেন রুবেন এনাজে নামের ৫০ বছরের এক লোক৷ আজ তাকে যিশুর মতো ক্রুশবিদ্ধ করে ১০ মিনিট ঝুলিয়ে রাখা হয়েছিল! এই নিয়ে ২৫ বার তাকে এমন করা হলো৷ এনাজে বলছেন, যতদিন সম্ভব তিনি এমনটা করে যাবেন৷

এনাজের মতো আরও ১৩ জনকে পরপর ক্রুশবিদ্ধ করা হয়৷ আর রক্ত বের না হওয়া পর্যন্ত চাবুক মারা হয় শত শত লোককে৷ এরপর তারা রক্তঝরা শরীর নিয়ে ঘুরে বেড়ান সারা গ্রাম৷ আর এভাবেই তারা পালন করেন গুড ফ্রাইডে৷ অনেক বছর ধরেই এমনটা করা হচ্ছে৷ অনেকের মতে, বিশ্বে এটাই সবচেয়ে রক্তাক্তভাবে গুড ফ্রাইডে পালন৷

প্রতি বছর সারা বিশ্ব থেকে অনেক পর্যটক কুটুড গ্রামে যান গুড ফ্রাইডের এমন অনুষ্ঠান দেখতে৷

তবে এভাবে দিবসটি পালনের বিপক্ষে ক্যাথলিক চার্চ৷ পর্যটক আকর্ষণ করতে এ'ধরনের অনুষ্ঠান আয়োজকদের সমালোচনাও করেছে চার্চ৷ রোলান্ডো টিরোনা নামের এক ক্যাথলিক আর্চবিশপ বলছেন, আয়োজকরা চার্চের শিক্ষা ঠিকভাবে গ্রহণ করেনি৷

এদিকে এনাজে স্বীকার করেছেন, পর্যটক আকর্ষণ করতে অনেক গ্রাম ক্রুশবিদ্ধ হতে মানুষজনকে অর্থ দেয়৷ কিন্তু তার নিজের গ্রামে সেরকম কিছু হয় না বলে জানান তিনি৷ কেবলমাত্র ধর্মীয় অনুভূতি থেকেই তারা এমনটা করে থাকেন বলেও জানান এনাজে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী