1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিছুটা বিপাকে ট্রাম্প

১৬ মার্চ ২০১৬

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আরও পাঁচ রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হয়ে গেল৷ ফলাফল বলছে, ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে হিলারি ক্লিন্টনের মনোনয়ন প্রায় নিশ্চিত হলেও ডোনাল্ড ট্রাম্পেরটি নিশ্চিত নয়৷

https://p.dw.com/p/1IDrf
ফ্লোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প
ছবি: R. Wise/AFP/Getty Images

পাঁচ রাজ্যের চারটির ফল এখন পর্যন্ত জানা গেছে৷ এর সবকটিতেই জিতেছেন ক্লিন্টন৷ আর ট্রাম্প জিতেছেন তিনটিতে৷

এখন পর্যন্ত ক্লিন্টন যত ডেলিগেট জোগাড় করতে পেরেছেন তাতে অন্য ডেমোক্র্যাট প্রার্থী ব্যার্নি (বানানভেদে বার্নি) স্যান্ডার্সের পক্ষে তাঁকে (ক্লিন্টন) আর হারানো প্রায় অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ কারণ ২৭টি রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারির মধ্যে ক্লিন্টন জিতেছেন ১৮টিতে৷ বাকিগুলোতে স্যান্ডার্সের কাছে হেরেছেন খুব অল্প ব্যবধানে৷ ফলে বস্টন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডেভিড হিপকিন্স মনে করছেন, ‘‘স্যান্ডার্সকে এখন আগামী সব রাজ্যে শুধু জিতলেই হবে না, জিততে হবে বিপুল ব্যবধানে৷''

তবে ডেমোক্র্যাটিক দলের মতো এত সহজ হিসাব নেই রিপাবলিকান দলের৷ ডোনাল্ড ট্রাম্পই যে দলের প্রার্থী হবেন সেটি এখনও নিশ্চিত নয়৷ বিশেষ করে মঙ্গলবার ওহাইও রাজ্যের প্রাইমারিতে জন কেশিসের কাছে হেরে যাওয়া পর ট্রাম্পের পথ একটু অমসৃণ হয়ে পড়েছে৷ ফলে রিপাবলিকান প্রার্থী হতে প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেটের ভোট ট্রাম্প জোগাড় করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়৷ এখন পর্যন্ত ট্রাম্প প্রয়োজনীয় ভোটের অর্ধেক পেয়েছেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছে প্রায় ২০০ ডেলিগেট ভোটের ব্যবধানে৷ কিন্তু তারপরও তিনি যদি সব রাজ্যের প্রাইমারি শেষে ১,২৩৭ ভোট না পান তাহলে জুলাইয়ে অনুষ্ঠেয় রিপাবলিকান কনভেনশনে প্রার্থিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে৷ ওহাইও স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পেল বেক বলেন, ‘‘আজ রাতের (মঙ্গলবার) পর সারাংশ হলো: মনে হচ্ছে ট্রাম্প জুলাইতে মেজরিটি ডেলিগেট ভোট পাবেন না৷''

Infografik Delegierte nach dem US-Vorwahlen am 16. März Englisch

ট্রাম্প যদি ১,২৩৭ ভোট না পান সেক্ষেত্রে যেটা হবে জুলাইয়ের কনভেনশনে সব ডেলিগেটদের আবারও ভোট দিতে হবে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প না হিলারি ক্লিন্টন? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য