1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতিপূরণের ১৫ শতাংশ দাবি করেছে বাংলাদেশ

২২ ডিসেম্বর ২০০৯

৩০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ তহবিলের ১৫ ভাগ দাবি করেছে বাংলাদেশ৷ পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

https://p.dw.com/p/LAyF
ফাইল ফটোছবি: DW

তিনি জানিয়েছেন, মেক্সিকোতে সমঝোতাচুক্তিকে আইনগত ভিত্তি দেয়ার চেষ্টা করা হবে৷

কোপেনহেগেন জলবায়ু সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর মঙ্গলবার সরকারের পক্ষে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হল৷ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার এক প্রেসব্রিফিংয়ে বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে৷ বাংলাদেশ ক্ষতির পরিমাণ তুলে ধরতে পেরেছে৷ উন্নত বিশ্বের নেতারা বাংলাদেশী নেতার কথা গুরুত্বের সঙ্গে নিয়েছেন৷ তারা বুঝতে পেরেছেন জলবায়ু পরিবর্তনের ক্ষতির কথা৷ যা একটি বড় অর্জন৷

হাছান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে ৩০ বিলিয়ন ডলারের তহবিলের প্রস্তাব করা হয়েছে৷ বাংলাদেশ তা থেকে ১৫ শতাংশ দাবি করেছে৷ কারণ বাংলাদেশই জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তিনি জানান, মেক্সিকো সম্মেলনে কোপেনহেগেন সমঝোতার একটি আইনগত ভিত্তি দেয়ার চেষ্টা হবে৷

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, কোপেনহেগেন সম্মেলন নিয়ে বাংলাদেশ সন্তুষ্ট না৷ তবে এই সম্মেলন পরবর্তী পদক্ষেপের জন্য সহায়ক৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিক্ষার ঝুলি পূর্ণ করতে নয় জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিকটি বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক