1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতিপূরণ নিয়ে ভোপাল দুর্গতদের ক্ষোভ

২৪ জুন ২০১০

ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রিগোষ্ঠীর রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ তার আগে রিপোর্টের সুপারিশকে ধোঁকাবাজি বলে অভিহিত করে ভোপাল গ্যাস পীড়িতদের সংগঠনগুলি বিক্ষোভ দেখায় নতুনদিল্লিতে৷

https://p.dw.com/p/O2Kw
ফাইল ফটোছবি: AP

গ্যাস দুর্গতদের জীবিত পরিবারগুলির সাতটি সংগঠনের প্রতিনিধিরা ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন৷ তাঁরা বাস্তব ছবিটা তুলে ধরে দেখাবেন মন্ত্রিগোষ্ঠীর রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছে, তা ভুল তথ্যের ভিত্তিতে৷ ভোপাল গ্যাস পীড়িত মহিলা উদ্যোগ সংস্থার কর্তাব্যক্তি আবদুল জব্বর ডয়চে ভেলেকে বলেন, ভোপাল আদালতে গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫২৭৪ নথিভুক্ত আছে৷ সরকার মাত্র ৫২৭৪ জন মৃত ধরে নিয়ে তাঁদের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা বলেছে৷ তাও আবার আগেকার দেওয়া টাকা কেটে৷ বাকিদের রাখা হয় আহতদের তালিকায়৷ আদালতে নথিভুক্ত সংখ্যা থেকে ১০ হাজার মৃত বাদ৷

দ্বিতীয়ত, ১৯৯৭-এর পর গ্যাসজনিত রোগে যাঁদের মৃত্যু হয় তাঁদের হিসেবের মধ্যে ধরা হয়নি৷ জব্বার জানান, আমাদের হিসেব বলছে, মৃতের সংখ্যা হবে ৩৫ হাজারের বেশি৷ ১৯৯৪ থেকে ২০০০সালের মধ্যে যাঁদেরকে চিরজীবনের মত প্রতিবন্ধী বলে ধরা হয়, সরকারি হিসেবে তাঁদের সংখ্যা মাত্র ৪২ হাজার৷ অথচ তারপর থেকে এপর্যন্ত বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে দেহে বাসা বেঁধে পরবর্তীকালে যাঁরা সারা জীবনের মত পঙ্গু বা অসুস্থ হয়ে পড়ে, তাদের ধরা হয়নি৷ সাড়ে আট বর্গ কিলোমিটার এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে৷ তাতে সাড়ে পাঁচ লাখ লোক পীড়িত হয়ে পড়েছিল৷

তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রি পি. চিদাম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী গ্যাস দুর্গতদের জীবিত পরিবারের সদস্যদের সঙ্গে এবিষয়ে একবারও কথা বলার প্রয়োজন বোধ করেননি৷ তাই এই রিপোর্ট মানুষের চোখে ধুলো দেয়া ছাড়া আর কিছু নয়৷ সংগঠনগুলির মতে, সরকার বহুজাতিক ডো কেমিক্যালস আর ইউনিয়ন কার্বাইডকে খুশি রাখতে বেশি তত্পর, গ্যাস দুর্গতদের নয়৷ না হলে দুর্ঘটনাস্থল থেকে বিষাক্ত বর্জ্য অপসারণের দায় ডো কেমিক্যালসের ওপর না দিয়ে সরকার করদাতাদের টাকায় সেই কাজ করতে যাচ্ছে কেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক