1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করলেন টাইগার উডস

২০ ফেব্রুয়ারি ২০১০

গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে এই মুহূর্তে যে দৃশ্য অগুন্তি বার দেখা যাচ্ছে, তা হল বিশ্বের সেরা গল্ফ খেলোয়াড় টাইগার উডস’এর স্বীকারোক্তি৷

https://p.dw.com/p/M6S0
আবার খেলার মাঠে ফিরতে চান উডস (ফাইল চিত্র)ছবি: AP

‘‘আমি আমার দায়িত্বজ্ঞানহীন ও আত্মকেন্দ্রিক আচরণের জন্য গভীরভাবে দুঃখিত৷'' – শুক্রবার বিশ্বের সেরা গল্ফ তারকা টাইগার উডস এইভাবেই নিজের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন৷ টেলিভিশনে তাঁর বহু-প্রতীক্ষিত এই বক্তব্য দেখলেন কোটি কোটি মানুষ৷ বিবাহ-বহির্ভূত একাধিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় টাইগার উডস'এর সফল পেশাদারি জীবন থমকে দাঁড়িয়েছে৷ গল্ফ বন্ধ হয়ে গেছে৷ এই ঘটনা, তার প্রতিক্রিয়া, মানসিক দ্বন্দ্ব, ফিরে তাকানো – প্রবল মানসিক চাপ থেকে মুক্তি পেতে উডস সব ছেড়ে টানা ৪৫ দিন থেরাপির মধ্যে ছিলেন, যদিও এই চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয় নি৷ নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি শুক্রবার ফ্লোরিডায় আবেগ ও চোখের জল নিয়ে নিজের অবৈধ সম্পর্কের কথা স্বীকার করলেন, আত্মকেন্দ্রিক আচরণের জন্য স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এবং আবার গল্ফের জগতে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন৷ এমনকি চলতি বছরেই তাঁকে গল্ফ কোর্সে দেখা যেতে পারে – এমন সম্ভাবনার কথাও তিনি উড়িয়ে দেন নি৷

টাইগার উডস'এর মত এত সফল গল্ফ খেলোয়াড়ের মাঠে ফেরার জন্য অপেক্ষা করে রয়েছে আয়োজক, স্পনসর থেকে শুরু করে এই জগতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ৷ ভক্তরা তো আছেই৷ শুক্রবারের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি যে সঠিক পথেই অগ্রসর হচ্ছেন, এবিষয়ে সবাই মোটামুটি একমত৷ উডস আরও জানিয়েছেন, যে তিনি আবার বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আত্মশুদ্ধি করতে চান৷ উল্লেখ্য, শৈশবে তিনি তাঁর থাই মা'র কাছ থেকে বৌদ্ধ ধর্মের শিক্ষা পেয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই