1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েক হাজার মানুষ গ্রেপ্তার প্রসঙ্গ

১৩ জুলাই ২০১৬

পুলিশের বিশেষ অভিযানে কয়েক হাজার মানুষের গ্রেপ্তার হওয়া সম্পর্কে বাংলাদেশের কাছে জানতে চেয়েছিল ইউরোপীয় সংসদ৷ বাংলাদেশ বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/1JO6O
বাংলাদেশের ছবি
ছবি: picture-alliance/AP Photo

তদন্তের পর যদি কাউকে অপরাধী হিসেবে প্রমাণ করা না যায় তাহলে তাঁকে ছেড়ে দেয়া হবে বলে ইইউ সাংসদদের জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রধান ইসমত জাহান৷

সোমবার ইউরোপীয় সংসদের ‘সাউথ এশিয়া ডেলিগেশন' এর সদস্যদের নিয়মিত বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়৷ সেখানে উপস্থিত ছিলেন ইসমত জাহান৷ তিনি গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত হওয়াদের (এর মধ্যে নয়জন ইটালির নাগরিক) পরিবারের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান৷

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে৷

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করা ‘ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস'-এর দক্ষিণ এশিয়া ইউনিটের প্রধান মারিয়া কাস্টেলো-ফার্নান্দেজ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের প্রতি ইউরোপীয় সংসদের সমর্থন রয়েছে৷

বাংলাদেশ থেকেই পোশাক নেবে অ্যালায়েন্স

বাংলাদেশের পোশাক শিল্পীরা...
‘সন্ত্রাসী হামলার পরও জোটের সদস্যরা বাংলাদেশ থেকেই পোশাক কিনতে আগ্রহী’ছবি: AP

বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশ উন্নত করতে প্রতিষ্ঠিত জোট অ্যালায়েন্স-এর কান্ট্রি ডিরেক্টর জেমস মরিয়ার্টি বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি সন্ত্রাসী হামলার পরও জোটের সদস্যরা বাংলাদেশ থেকেই পোশাক কিনতে আগ্রহী৷ ‘‘কোনো ব্র্যান্ড বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করেছে বা বাংলাদেশ থেকে চলে যাওয়ার চিন্তা করছে বলে এমন কোনো খবর আমার কাছে নেই'', সাংবাদিকদের জানান মরিয়ার্টি৷ তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছন৷

উল্লেখ্য, অ্যালায়েন্সের সদস্য হিসেবে যারা আছে তাদের বেশিরভাগই উত্তর অ্যামেরিকার কোম্পানি৷ এর মধ্যে ওয়াল মার্ট, গ্যাপ-এর মতো প্রতিষ্ঠানও আছে৷

জেডএইচ/ডিজি (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য