1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য দশ বিলিয়ন ডলারের পরিকল্পনা

১২ নভেম্বর ২০১০

খাদ্য নিরাপত্তা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিআইপি নামে একটি প্রকল্প নিয়েছে সরকার৷ এই খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক৷

https://p.dw.com/p/Q6cn
২০১২ সালের মধ্যে দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ৷ছবি: DW-TV

দেশের জনসংখ্যার ছয় কোটি লোক দারিদ্র্যসীমার নীচে বাস করে৷ এর মধ্যে দুই কোটি লোক হতদরিদ্র৷ তাদের জন্য খাদ্য নিরাপত্তা একটি বড় বিষয়৷ এই দারিদ্র্যের শিকার প্রধানত নারী ও শিশু৷ প্রয়োজনীয় পুষ্টির অভাবে তাদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে৷ তাই পরিস্থিতি মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার৷ আগামী পাঁচ বছরে এই খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনয়োগ করা হবে৷ এর মধ্যে তিন বিলিয়ন ডলার সরকারের কাছে রয়েছে৷ বাকি সাত বিলিয়ন ডলার দাতাদের কাছ থেকে সংগ্রহ করা হবে৷ এই জন্য খাদ্যমন্ত্রী ড. আব্দুর রজ্জাক দাতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক শুরু করছেন৷ ইউএসএআইডি অবশ্য বৈঠকে সরকারের এই পরিকল্পনাকে কিছুটা উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে, জানান খাদ্যমন্ত্রী৷ তারা অগ্রাধিকার খাত ভিত্তিক পরিকল্পনার কথা বলেছে৷

Dr. Abdur Razzak is the Food minister of Bangladesh
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকছবি: Mustafiz Mamun

খাদ্যমন্ত্রী জানান, খাদ্য মজুদ ও বাজারজাত করাসহ ১০টি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিকল্পনায়৷ তিনি জানান, ২০১২ সালের মধ্যে দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ৷ ২০১৭ সালের মধ্যে সহস্রাব্দের আটটি লক্ষ্যমাত্রাই অর্জন করতে চায় সরকার৷ অগ্রাধিকারের তালিকায় কিছুটা পরিবর্তন সাপেক্ষে দাতারা সহায়তা করতে রাজী আছেন বলে জানান খাদ্যমন্ত্রী৷

জানুয়ারি মাসে কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিআইপি নিয়ে ঢাকায় দাতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে৷ সেই বৈঠকের পরই সিআইপি বাস্তবায়নের কাজ শুরু হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য