1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়াতে হবে: হাসিনা

১২ ফেব্রুয়ারি ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদেরই উৎপাদন বাড়াতে হবে বলে জানিয়েছেন৷ তিনি বলেছেন, বাইরে থেকে খাদ্য আমদানির সুযোগ দিন দিন কমে যাবে৷ আর বাইরের উপর নির্ভরশীলতা অনেক সময় সংকটের কারণ হয়ে দাঁড়ায়৷

https://p.dw.com/p/10GDK
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

আর এই খাদ্য উৎপাদান বাড়াতে তিনি প্রকৌশলীদের সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজির ওপর জোর দিতে বলেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকায় প্রকৌশলীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন৷ প্রধানমন্ত্রী প্রকৌশলীদের গ্রিন টেকনোলজি নিয়ে কাজ করার আহ্বান জানান৷ তিনি বলেন এধরনের প্রযুক্তি নিয়ে যারা কাজ করবেন তাদের সব ধরণের সহায়তা দেবে সরকার৷ বিশেষ করে খাদ্য উৎপাদন বাড়াতে প্রকৌশলিদের এই প্রযুক্তি নিয়ে তিনি গবেষণার কথা বলেন৷ প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তাকে তার সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখে৷ কিন্তু সারা বিশ্বেই খাদ্যের দাম বাড়ছে৷ তাই দেশীয় উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই৷

প্রধানমন্ত্রী দেশে বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করে বলেন, এই বিদ্যুতের কারণেই দেশের অনেক উন্নয়ন এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে৷ তবে তিনি এজন্য অতীতের সরকারকে দায়ী করেন৷ তিনি বলেন, দেশের মানুষকে আরো কিছুদিন কষ্ট করতে হবে৷ তিনি আশা করেন, আসছে বছরে সংকট কেটে যাবে৷

নতুন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মিত হচ্ছে যেগুলো যাতে দ্রুত উৎপাদনে যেতে পারে সেজন্যও প্রকৌশলীদের সহায়তা চান প্রধানমন্ত্রী ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা