1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খালেদাকে টেনে হিঁচড়ে বের করা হয়নি’

১৫ নভেম্বর ২০১০

খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ৷ আর ক্যান্টনমেন্ট বোর্ড বলেছে, চূড়ান্ত রায়ের পরই সিদ্ধান্ত হবে ১৬৫ কাঠা জমি কোন কাজে লাগানো হবে৷

https://p.dw.com/p/Q8Wc
Khaleda Zia, খালেদা, জিয়া
খালেদা জিয়াছবি: AP

আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগের পরিচালক শাহীনুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া স্বেচ্ছায় তাঁর বাড়ি ছেড়েছেন৷ তাঁকে জোর করে বা টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করা হয়নি৷ ভাঙ্গা হয়নি তাঁর বেডরুমের দরজা৷ বাড়ির মালপত্রের হেফাজতের নিশ্চয়তা পেয়ে তিনি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাড়ি ত্যাগ করেন৷ তাঁর ব্যক্তিগত ড্রাইভারই তাঁকে গাড়ি চালিয়ে নিয়ে যায়৷ তাঁর কোন নিকটাত্মীয়ের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়নি৷ খালেদা জিয়া অসত্য অভিযোগ করেছেন৷ তাঁর অভিযোগ উদ্দেশ্যমূলক, বলে মন্তব্য করেন শাহীনুল ইসলাম৷

Khaleda Zia Bangladesh 2010
পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের হাতাহাতিছবি: AP

অন্যদিকে, ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা কর্নেল ওয়ালিউল্লাহ বলেছেন, আপিল বিভাগের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন৷ ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমি ও বাড়ি এখন ক্যান্টনমেন্ট বোর্ডের হেফাজতে রয়েছে৷ চূড়ান্ত রায়ের পর সিদ্ধান্ত হবে এই বাড়ি কী করা হবে ৷

খালেদা জিয়া এখন তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দরের বারিধারার বাসায় রয়েছেন৷ তিনি মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রীর সরকারি বাসা বা গুলশানে নিজের বাড়িতে উঠতে পারেন৷ তাঁর গুলশানের বাড়ি এখন ভাড়া দেয়া এবং মিন্টো রোডের বাড়ির সংস্কার কাজ চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম