1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদাকে শুক্রবারের মধ্যে বাড়ি ছাড়তে হবে: এটর্নি জেনারেল

১১ নভেম্বর ২০১০

শুক্রবারের পর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িতে থাকলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি বলেছেন, সরকার চাইলে শুক্রবারের পর তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবে৷

https://p.dw.com/p/Q6IE
ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে এবার কোণঠাসা খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

গত ১৩ই অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার রিট খারিজ করে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে সরকারের নোটিশ বৈধ ঘোষণা করে৷ একই সঙ্গে খালেদা জিয়াকে একমাসের মধ্যে বাড়ি ছাড়তে বলে৷ সেই এক মাস শেষ হবে ১২ই নভেম্বর শুক্রবার৷

কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীলের শুনানি শুরু হওয়ায় খালেদাকে এখন আর বাড়ি ছাড়তে হচ্ছেনা বলে বুধবার জানিয়েছিলেন খালেদার আইনজীবী টিএইচ খান৷ শুনানি ২৯শে নভেম্বর পর্যন্ত মুলতুবি হওয়ায় অন্তত সেদিন পর্যন্ত তিনি বাড়িতে থাকতে পারবেন৷

কিন্তু বৃহস্পতিবার এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ১২ই নভেম্বরের পর খালেদা জিয়াকে চাইলে সরকার উচ্ছেদ করতে পারবে৷ কারণ তার বাড়ি ছাড়ার নির্দেশের ওপর আপীল বিভাগ কোন স্থগিতাদেশ দেয়নি৷ আর খালেদার আইনজীবীরা স্থগিতাদেশের কোন আবেদনও করেননি৷ এরপরও খালেদা বাড়ি না ছাড়লে আদালত অবমাননা হবে৷ তার উচিত স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেয়া৷

ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷ ২০০৯ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতর৷ পরে আরো দু'বার নোটিশ দেয়া হয়৷ খালেদা জিয়া ওই নোটিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালত তার আবেদন খারিজ করে নোটিশ বৈধ ঘোষণা করে৷ ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ারও নির্দেশ দেয় আদালত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন