1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার অভিযোগ, ধর্মীয় দল আর অ্যানথ্রাক্স আতঙ্ক

৬ অক্টোবর ২০১০

জাতি চলেছে হানাহানির পথে৷ অভিযোগ তুলেছেন বিরোধী নেত্রী৷ অ্যানথ্রাক্স আতংকের নয়, মত বিশেষজ্ঞদের৷ সংবাদপত্র আর মাধ্যম থেকে৷

https://p.dw.com/p/PW95
খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

জাতিকে হানাহানির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ খালেদার

জাতিকে হানাহানির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া৷ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন৷ বিডিনিউজটোয়েন্টিফোর এ খবর জানিয়ে বলছে, খালেদা আওয়ামী লীগের এই 'দ্বৈতনীতির' বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ''আজ মুক্তিযুদ্ধকেই জাতি বিভাজনের হাতিয়ারে পরিণত করার অপচেষ্টা চলছে৷ এই অপচেষ্টার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের রুখে দাঁড়াতে হবে৷'' তাঁর অভিযোগ, মুক্তিযুদ্ধের পরপরই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয় এবং তা এখনো চলছে৷
'৭২-এর সংবিধান পুনঃস্থাপিত হওয়ায় ধর্মীয় দল নিষিদ্ধকরণ অপ্রয়োজনীয়

বিশেষজ্ঞদের মতামত নিয়ে দৈনিক কালের কন্ঠ বলছে, আপিল বিভাগের রায়ে বাহাত্তরের সংবিধান পুনঃস্থাপিত হওয়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে৷ এখন সরকার বা নির্বাচন কমিশনকে ঘোষণা করে এ ধরনের রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে না৷ বাহাত্তরের সংবিধান পুনঃস্থাপিত হওয়ায় বিশ্বের কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে না৷ একইভাবে দেশের অভ্যন্তরে সরকারি কাজের ক্ষেত্রেও নতুন কোনো দিকনির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না৷ ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণের ব্যাপারে সরকারের নীতিনির্ধারকদের মধ্যেই অস্পষ্টতা আছে৷ এ নিয়ে বাড়াবাড়ি করলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে৷

অ্যানথ্রাক্স কোরবানি নিয়ে আতংক নেই

ইত্তেফাক তাদের বিশেষ প্রতিবেদনে কিছু বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করেছে এ বিষয়ে৷ সরকারি নীতি নির্ধারকরা যেভাবে গোমাংস এবং দুধ খাওয়া নিয়ে মতামত দিয়েছেন, তাতে আতংকিত হয়ে পড়েছে দেশবাসী৷ মাংস বা দুধ প্রায় কেউই খাচ্ছেন না৷ বিশেষজ্ঞরা কিন্তু আশ্বস্ত করে বলেছেন, অ্যানথ্রাক্স শত বর্ষের প্রাচীন একটি রোগ৷ গবাদি পশুরা অন্য বহু রোগেই মারা যায়৷ অ্যানথ্রাক্স তাদের মধ্যেই একটি৷ একে নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা