1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা এরশাদের কাছে কেন বাড়ি নিয়েছিলেন? প্রশ্ন হাসিনার

৬ নভেম্বর ২০১০

আওয়ামী লীগের তৃনমূল নেতাদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে৷ ঢাকায় সেই কর্মশালায় প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন এরশাদকে স্বামী জিয়ার হত্যাকারী বললেও খালেদা জিয়া তাঁর কাছ থেকে কেন বাড়ি নিয়েছেন তা রহস্যময়৷

https://p.dw.com/p/Q0HK
Bangladesh, Hasina, Khaleda, Awami League, Ershaad, Cantonment, Army, BNP
ছবি: picture-alliance / dpa

সরকারের সাফল্য তুলে ধরতে আর বিরোধী দলের অপপ্রচারের জবাব দিতে শাসক দল আওয়ামী লীগের তৃণমূল নেতাদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধামন্ত্রী বলেন, বিরোধী দলের অপপ্রচারের জবাব দিতে হবে কার্যকরভাবে৷

অনুষ্ঠানে তিনি প্রসঙ্গক্রমে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের রায় মেনে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেওয়ার আহবান জানান৷ তিনি বলেন, এতে সামরিক কর্মর্তাদের আবাসন সমস্যার সমাধান হবে৷ সামরিক কর্মকর্তাদের জন্য এই মানবিক দিকটি আলাদাভাবে বিবেচনা করার কথাও বলেন তিনি৷

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া প্রকাশ্য জনসভায় এরশাদকে তাঁর স্বামী জিয়াউর রহমানের হত্যাকারী বললেও এরশাদের কাছ থেকে বাড়ি নেওয়ার রহস্য কি তা জানা দরকার৷ তিনি বলেন, জিয়া তাঁকে ৩২ নম্বরের পরিবর্তে অন্য বাড়ি দেওয়ার কথা বলেছিলেন৷ কিন্তু যার হাতে রক্ত তার কাছ থেকে বাড়ি নেয়ার প্রস্তাবকে তিনি ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছেন৷

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলছেন, আদালতের রায় যাই হোক না কেন খালেদা জিয়ার বাড়ির বিষয়টি রাজপথেই ফয়সালা হবে৷ তিনি বলেন, খালেদা জিয়ার বাড়ি একটি রাজনৈতিক ইস্যু, আদালতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়