1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়াকে চাটুকারমুক্ত থাকার পরামর্শ

১ আগস্ট ২০১০

পোশাক শিল্পে অস্থিরতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বৈঠক, সড়ক দুর্ঘটনায় দুই সচিবের মৃত্যু, শোকের মাস আগস্ট এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/OZCQ
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

পোশাক শিল্পে অস্থিরতা

গতকাল দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা৷ এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে বেশ কঠোর বক্তব্য রেখেছেন৷ তিনি বলেছেন যে, পোশাক শিল্পে অরাজকতা সহ্য করা হবেনা৷ তো প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিটি বেশ ভালভাবে তুলে ধরেছে বেশ কয়েকটি পত্রিকা৷ কেউ কেউ সংঘর্ষের চেয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকেই গুরুত্ব দিয়ে ছেপেছে৷ যেমন সমকাল৷ তবে কালের কন্ঠ প্রধানমন্ত্রীর অন্য আরেকটি মন্তব্যকে শিরোনাম করেছে৷ ঐ মন্তব্যে প্রধানমন্ত্রী পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধী নেত্রীকে অভিযুক্ত করেছেন৷ আর সংঘর্ষের বিষয়টি কোন কোন পত্রিকা রঙিন ছবি সহ ছেপেছে৷

বিএনপি'র বৈঠক

পত্রিকাগুলো এ বিষয়ে নানান খবর ছেপেছে৷ বৈঠকটি যেহেতু রুদ্ধদ্বার ছিল, তাই একেক পত্রিকা একেক ধরণের খবর দিয়েছে৷ যেমন প্রথম আলো বলছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী কিছু নেতার নেতৃত্ব ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূল ও মধ্যম সারির নেতারা৷ কালের কন্ঠ বলছে যে, মাঠপর্যায়ের নেতারা খালেদা জিয়াকে চাটুকারমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন৷ কিছুটা এ ধরণেরই খবর দিয়েছে ডেইলি স্টার৷ পত্রিকাটি বলছে, কেন্দ্রীয় নেতা আর মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি করছে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় - এই অভিযোগ কর্মীদের৷ তবে খালেদা জিয়ার মন্তব্যকে গুরুত্ব দিয়ে খবর ছেপেছে দৈনিক ইত্তেফাক৷ তাদের শিরোনাম ‘‘সরকারের নতজানু নীতিতে দেশ অধীনস্থ প্রদেশে পরিণত হওয়ার উপক্রম হয়েছে''৷

সড়ক দুর্ঘটনা

গতকাল এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বিসিকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা৷ তাঁরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন৷ পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে৷ প্রধানমন্ত্রী পরে সান্ত্বনা জানাতে রাজিয়া বেগমের বাসায় যান৷ সব পত্রিকাই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে৷ কেউ কেউ দুর্ঘটনার খবরের পাশাপাশি মানবিক প্রতিবেদনও ছেপেছে৷ যেমন কালের কন্ঠ বিসিক চেয়ারম্যানের বেঁচে থাকা দুই মেয়েকে নিয়ে খবর ছেপেছে৷ ঐ প্রতিবেদন থেকেই জানা যায় যে, বিসিক চেয়ারম্যানের আরও দুই মেয়ে ছিল৷ তাঁরা মাত্র চার মাস আগেই আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম