1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খালেদা জিয়ার চিঠির ভাষা অসৌজন্যমূলক’, বললেন সুরঞ্জিত

২৫ এপ্রিল ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির আমন্ত্রনে সাড়া দেননি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷ তিনি কমিটির কাছে একটি চিঠি দিয়েছেন৷ যাতে সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করা হয়েছে৷

https://p.dw.com/p/113bm
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

চিঠিটি পর্যালোচনা করে কমিটির পক্ষে কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন খালেদা জিয়ার চিঠির ভাষা অসৌজন্যমূলক৷ তবে তিনি বলেছেন বিএনপির সংসদেও সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় অংশ নেয়ার সুযোগ রয়েছে৷

খালেদা জিয়া না গেলেও সকালে নির্ধারিত সময়েই বৈঠকে বসেন সংসদীয় কমিটির সদস্যরা৷ বৈঠকে খালেদা জিয়ার পাঠানো চিঠি পর্যালোচনা করা হয়৷ তিনি কমিটির চেয়ারম্যান সাজেদা চৌধুরীর কাছে এ চিঠি পাঠান৷ দপুরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি জানান, খালেদা জিয়া চিঠিতে লিখেছেন সংবিধান সংশোধন দেশে সাংঘংর্ষিক পরিস্থিতির সৃষ্টি করবে৷ আর সংবিধান সংশোধনের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক৷ খালেদা জিয়া নতুন সংবিধান মুদ্রণের বিষয়েও প্রশ্ন তোলেন৷ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,বিরোধী দলীয় নেত্রীর চিঠির ভাষা সংসদীয় শিষ্টাচার বহির্ভূত৷

তিনি বলেন কমিটির বৈঠেকে যোগ না দিলেও সংসদে যখন বিল আকারে সংবিধানের সংশোধনী উপস্থাপন করা হবে সেখানে বিএনপি'র আলোচনার সুযোগ থাকছে৷

সাউন্ড বাইট

সংসদীয় কমিটি আবারো বিএপিকে তাদের মতামত জানাতে বৈঠকে আসার আহ্বান জানিয়েছে৷ আগামীকাল মাতামত গ্রহণ শেষ হবে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়