1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে খালেদার প্রস্তাব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ অক্টোবর ২০১৩

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দলীয়, নিরপেক্ষ সরকারের প্রস্তাব বুধবার রাতে সংসদে উত্থাপন করা হয়েছে৷ সাবেক স্পিকার ও বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রস্তাবটি উত্থাপন করেন৷

https://p.dw.com/p/1A5Dc
ছবি: picture-alliance/Dinodia Photo

এরপর তিনি প্রধানমন্ত্রীর কাছে চলতি সংসদেই প্রস্তাবটি নিয়ে আলোচনা ও সংবিধান সংশোধন করে তা কার্যকরের আহ্বান জানান৷

আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন বিধি অনুযায়ী প্রস্তাবটি সংসদে পেশ করা হলে তা নিয়ে আলোচনায় তাঁদের আপত্তি নেই৷

সংসদের চলতি অধিবেশন শুরু হয় ১২ই সেপ্টেম্বর৷ বিএনপির সাংসদরা শুরুতে অধিবেশনে যোগ না দিলেও বুধবার তাঁরা সংসদে যান৷ তবে উপস্থিত ছিলেন না বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ সংসদে যোগ দিয়ে সাবেক স্পিকার এবং বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নির্বাচনকালীন সময়ে খালেদা জিয়ার নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব তুলে ধরেন৷ খালেদা জিয়া গত সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্য থেকে ১০ জনকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেন৷ এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন৷

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করে সংসদে তা পাসের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর কাছে৷ এসময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
সরকার এবং বিরোধীদলের মধ্যে এখনো সমঝোতা হয়নিছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

এরপর আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, এর আগে বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল৷ আর সেই প্রস্তাব নিয়ে আলোচনায় সরকারি দল রাজি হলে বিএনপি তা প্রত্যাহার করে নেয়৷ এবার পয়েন্ট অব অর্ডারে প্রস্তাব আনা হয়েছে৷ তাই বিরোধী দল যদি বিধি অনুযায়ী প্রস্তাব আনে তাহলে আলোচনায় আপত্তি নেই৷ তবে তোফায়েল আহমেদ বলেন ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার ভোটে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল এই অভিযোগ তখন স্বয়ং খালেদা জিয়া করেন৷ তাহলে এখন তারা কিভাবে নিরপেক্ষ হবে৷ আর দুই তত্ত্বাবধায়ক সরকার থেকে এখন আর ১০ জনকে খুঁজে পাওয়া যাবেনা৷

এর জবাবে বিএনপির এমপি এম কে আনোয়ার বলেন, মূল বিষয় হলো নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নির্ধারণ করা৷ সবার কাছে গ্রহণযোগ্য একজনকে যদি ঠিক করা যায় তাহলে বাকি ১০ জন ঠিক করা কোনো কঠিন কাজ হবেনা৷ তিনি বলেন এজন্য আলোচনা হতে হবে সংসদের বাইরে৷ সংসদের বাইরে যদি ঐক্যমত হয় তাহলে সংসদে সবাই হাততালি দিয়ে তা পাস করবেন৷

এরপর সরকার দলীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম-এর বক্তব্য চলাকালে সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা৷

সংসদের অধিবেশন ২৪শে অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ৭ই নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে৷ বলা হচ্ছে, একটি সমঝোতার আশায় সংসদের এই শেষ অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য