1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুলে নেওয়া হচ্ছে ওয়ান্ডার ওম্যানের পোশাক

১ জুলাই ২০১০

অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রকে দেখা যাবে নতুন পোশাকে, নতুন রূপে৷ নৈপুণ্য আনা হবে তার কাজেও৷ এবার অবশ্য তিনি একটু ‘টাফ’ হবেন৷

https://p.dw.com/p/O8NR
পোশাক পাল্টে যাচ্ছে ওয়ান্ডার ওম্যানেরছবি: Jonathan Gröger

আশির দশকে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান্ডার ওম্যান' -এর কথা কার মনে নেই ?

কালো চুল, নীল চোখ, কপালে সোনালি ব্যান্ডের মাঝখানে একটি তারা, হাতে রুপালি মোটা ব্রেসলেট, হাটু পর্যন্ত তোলা টকটকে লাল বুট জুতো, লাল টপস আর নীল হাফ-প্যান্ট৷ অ্যামেরিকার পতাকা যেভাবে তারা খচিত, ওয়ান্ডার ওম্যানের পোশাকেও ঠিক তেমনভাবেই অসংখ্য তারা৷

আসলে ওয়ান্ডার ওম্যান কিন্তু একটি কমিক চরিত্র৷ চরিত্রটি তৈরি করেছিলেন জে. মাইকেল স্ট্রাসিন্সকি৷ সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, ওয়ান্ডার ওম্যানকে তিনি নতুন সাজে সাজাতে চান, একবিংশ শতাব্দীর সঙ্গে যেন ওয়ান্ডার ওম্যান খাপ খায়, সেভাবেই তিনি ওয়ান্ডার ওম্যানকে দেখতে চান৷ তিনি ওয়ান্ডার ওম্যানকে একটু ‘টাফ' দেখতে চান৷ প্রশ্ন সেটা কী করে সম্ভব? কোন্ ধরণের পোশাকে দেখা যাবে নতুন ওয়ান্ডার ওম্যানকে ? সাতটি দশক ধরে যে পোশাক ওয়ান্ডার ওম্যান পরে এসেছে, তা এখন পাল্টানো হচ্ছে৷

Ausstellungstipps vom 22. Mai 2009 The Pictures Generation
ওয়াও ওয়ান্ডার ওম্যানছবি: Metropolitan Museum of Art

স্ট্রাসিন্সকি জানান, নতুন ওয়ান্ডার ওম্যান হবেন অত্যন্ত আধুনিকা৷ সে পরবে, কালো স্কিন টাইট লেগিন্স, নীল ডেনিম জ্যাকেট, হীল তোলাজুতো এবং হাত সবসময়ই ঢাকা থাকবে দস্তানায়৷ ওয়ান্ডার ওম্যান এতদিন যা পরছিল তা পুরনো হয়ে গেছে৷

আর কী কী পরিবর্তন আসছে ? কালো চুল কেটে ছোট করে ফেলা হয়েছে, হাফ প্যান্ট চলে গেছে, সংক্ষিপ্ত এবং অত্যন্ত টাইট টপসটিও আর থাকছে না৷ পরিবর্তন এসেছে বুট জুতোতেও৷ স্ট্রাসিন্সকি বলেন, ১৯৪১ সালে যখন ওয়ান্ডার ওম্যানকে প্রথম তৈরি করা হয়, সেখানেই যেন সে আটকে গেছে৷ আমার বান্ধবীদের কাছে প্রায়ই শুনতে হয়েছে, ‘এত কম পোশাকে ওয়ান্ডার ওম্যান মারামারি করে কিভাবে ? কাপড়-চোপড়তো খুলে পড়ে যাওয়ার কথা৷ আর ওয়ান্ডার ওম্যান-এর হাতের হ্যান্ড ব্যাগটি-ই বা কোথায় ?'

Mel Ramos Wonder Woman No 1
আর এভাবে দেখা যাবে না ওয়ান্ডার ওম্যানকেছবি: VG Bild-Kunst, Bonn 2010

উত্তর খুব সোজা৷ ওয়ান্ডার ওম্যানকে দিতে হবে ‘টাফ লুক', আরো দুর্দান্ত গতিময় করে তাকে তৈরি করা হবে, তাকে হতে আরো সিরিয়াস৷ তাকে আরো শক্তিশালী করে তৈরি করা হবে৷ যে কোন সমস্যা সমাধানে নতুন ওয়ান্ডার ওম্যান হবে, আরো দ্রুত, দক্ষ এবং চটপটে৷

বলা প্রয়োজন, আমরা শুধু সুপারহিরোদের দেখে অভ্যস্ত৷ ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যানদের পাশাপাশি একটি মাত্র হিরোইন-ই দাঁড়াতে পেরেছে৷ সে আর কেউ নয়, ওয়ান্ডারফুল ওয়ান্ডার ওম্যান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক