1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলনার সেদিন আর এ'দিন

১৯ ডিসেম্বর ২০১০

ক্রিসমাস এসে পড়ল৷ বাবা-মায়েদের চিন্তা, ছোটদের কি খেলনা উপহার দেওয়া যেতে পারে? উত্তর হল: জীবাণু থেকে জাহাজ, সব কিছু৷

https://p.dw.com/p/Qftd
মাপেট শো’র হিট জুটিছবি: AP

জীবজন্তুদের নিয়ে গল্প, ফিল্ম, এ'সব চিরকালের৷ আমাদের আধুনিক সভ্যতাকেও ওয়াল্ট ডিজনি'র মিকি মাউস কিংবা জিম হেনসন-এর ‘‘মাপেটস'' ছাড়া ভাবা যায় না৷ কিন্তু কানেকটিকাটের আইনজীবী ড্রু অলিভার'এর মাথায় আসে এক উদ্ভট চিন্তা৷ তাঁর মনে হয়: কচিকাঁচারা যদি মাপেট শো'র মিস পিগি, কার্মিট দ্য ফ্রগ'কে ভালোবাসতে পারে, মিকি মাউসের মতো নেংটি ইঁদুর'কে ভালোবাসতে পারে, তবে জীবাণুরাই বা কি দোষ করল? ব্যাস, তিনি স্ট্যামফোর্ডে খুলে ফেললেন তাঁর ‘‘জায়ান্ট মাইক্রোবস'' কোম্পানি, যারা ব্যাকটিরিয়া আর ভাইরাসের আকৃতির তুলো-ভরা খেলনা বানায়৷

অদৃশ্য সঙ্গী

Medizin Krankheitserreger Bakterien Listeria monocytogenes
কে বলে জীবাণুদের দেখতে খারাপ?ছবি: picture-alliance/OKAPIA KG, Germany

আকৃতি বলতে, কাপড়ের জীবাণুগুলোর আয়তন স্বভাবতই একটু বেশি নয়তো তাদের চোখেই দেখা যেতো না, মাইক্রোস্কোপ আনতে হত৷ আশ্চর্য এই যে, ছোটরা অনায়াসে এই অদ্ভুত জীবগুলোকে ভালোবেসে ফেলেছে! ছোটদেরও তো অসুখবিসুখ হয়, তারাও তো শোনে রোগ-জীবাণুর কথা৷ কাজেই অলিভারের কোম্পানির আজ রমরমা৷ ফেসবুকে তাদের ফ্যান সাইট আছে৷ বড়দের অনেকেও আবার এই খেলনার জীবাণু সংগ্রহ করেন৷

জাহাজ কেনা

অপরদিকে আপনি যদি প্রাচীনপন্থী হন এবং এই সব অত্যাধুনিক খেলনা আপনার ভালো না লাগে, তা'হলে আপনার যাওয়া উচিৎ ছিল গত শুক্রবার নিউ ইয়র্কে ফর্বস'এর নিলামে৷ নিলাম হচ্ছিল পরলোকগত ম্যালকম ফর্বস এবং তাঁর ছেলেদের প্রায় ৪০ বছর ধরে জমানো খেলনা৷ নিলামে সেই খেলনা বিক্রি হয়েছে মোট ২৩ লাখ ডলারে৷ তার মধ্যে ছিল খেলনার নৌকো, সৈনিক, মোটরসাইকেল, এমনকি ১৯৩৩ সালের একটি হাতে-তৈরি মোনোপোলি৷ তবে প্রায় দু'লাখ ডলারে বিক্রি হল ঐতিহাসিক লুসিটানিয়া যাত্রীবাহী জাহাজের একটি প্রায় এক মিটার লম্বা মডেল, যা'তে নাবিক থেকে যাত্রী, সবই পুতুল হিসেবে হাজির৷

নতুনের মধ্যেও পুরনো

আবার নবীনপন্থীদের মধ্যেও প্রাচীনপন্থী আছেন, জানেন তো? তাই কম্প্যুটার গেমসে এখন ‘‘রিট্রোগেমিং''-এর হাওয়া চলেছে৷ আজকালকার কম্প্যুটার গেমস এতোটাই বাস্তবধর্মী, এতোই নিখুঁত যে, তা'তে পুরনো ক্ল্যাসিক গেমসের ভক্তদের মন ভরে না৷ তাই তাঁরা আবার ডিফেন্ডার, এ্যাসটেরয়েডস কি মঙ্কি আইল্যান্ড-এর মতো পুরনো ফেবারিটগুলো খেলতে চান৷ বলা বাহুল্য, তার জন্য সফটওয়্যার'ও বেরিয়ে গেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক