1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলনা বাঘের ভয়ে সাময়িক বন্ধ ক্রিকেট ম্যাচ!

২৩ মে ২০১১

প্রস্তুত পুলিশ, প্রস্তুত হেলিকপ্টার৷ সঙ্গে বিশেষজ্ঞ দল আর বনের বাঘকে শান্ত করার জন্য যা যা প্রয়োজন সবই৷ বন্ধ করা হলো ক্রিকেট ম্যাচ৷ আর গলফ খেলতে থাকাদের সরিয়ে নেয়া হলো নিরাপদ জায়গায়৷

https://p.dw.com/p/11LSd
Three white tiger cubs are seen at the Metropolitan National Park Zoo of Santiago, Chile, during a photo opportunity on 04 February 2008. Luna, which is the first white tiger in Chile, gave birth to this cubs past December 28. EPA/CLAUDIO REYES +++(c) dpa - Report+++
ছবি: picture alliance/dpa

কিন্তু যার জন্য এত কিছু শেষ পর্যন্ত দেখা গেল সেটা বনের বাঘ নয়! বরং সেটা একটি খেলনা! যার আকার সত্যিকারের বাঘের মতো৷

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে৷ ক্যামেরার লেন্স জুম করে এক লোক প্রথমে একটি মাঠে এই বাঘকে দেখতে পেয়ে ভয়ে পুলিশকে ফোন করে৷ আর জনগণের সেবক পুলিশও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া শুরু করে৷ এর অংশ হিসেবে ঐ মাঠে ফোর্স পাঠানো ছাড়াও পার্শ্ববর্তী চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সহায়তা চায় পুলিশ৷

চিড়িয়াখানার এক মুখপাত্র বলেন, পুলিশকে সাহায্য করতে তারা একটি দল সেখানে পাঠানোর জন্য তৈরি করেছিলেন৷ কিন্তু তার আগেই পুলিশ ফোন করে জানায় যে বাঘটি সত্যিকারের নয়৷

পুলিশ জানিয়েছে তাদের হেলিকপ্টারটি যখন বাঘের উপর দিয়ে চক্কর দেয় তখন তারা দেখতে পান যে বাতাসে বাঘটি উল্টে যায়৷ আর এতেই তারা নিশ্চিত হন যে, এটি সত্যিকারের বাঘ নয়৷

এই ঘটনার পর, কে বা কারা, কী উদ্দেশ্যে বাঘটি সেখানে রেখেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে৷

পুলিশের এক মুখপাত্র বলছেন তাদের কাজ হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া৷ তাই এই ধরনের ফোন পেলে তারা ব্যবস্থা নেয়ার জন্য সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম