1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খেলার দিকে নজর দিন',সাংবাদিকদের পরামর্শ দিলেন চিদাম্বরম

২ অক্টোবর ২০১০

রবিবার শুরু হচ্ছে কমনওয়েলথ৷ অন্য দিকে নয়, ‘শুধুই খেলার দিকে মন দিন আপনারা' বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম৷ ভারতের বদনামের ঝুলি অনেকটাই ভরিয়ে দিয়েছে এই গেমসের আয়োজন৷

https://p.dw.com/p/PSbV
আসতে শুরু করেছেন বিদেশি অ্যাথলিটরাছবি: UNI

সাংবাদিকদের পরামর্শ মন্ত্রীর

আজকের রাতটা পোহালেই গেমস শুরু হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সেদিকে মনোযোগ দিতে বললেন সকলকে৷ বিশেষ করে সাংবাদিকদের৷ কারণ এই সাংবাদিকরাই তো যত গোলমেলে খবরাখবর বাজারে ফাঁস করে দেয়, তাই৷ যেমন আজকের খবর হল গেমস ভিলেজের বাইরের ভিখিরিরা গেল কোথায়? পথের ধারে বাস করা কিংবা ফুটপাথের বাসিন্দারাই বা হঠাৎ করে উপে গেল কী করে?

ভিখারি, ফুটপাথবাসী সব রাতারাতি উধাও

গেমস ভিলেজ যেখানে তৈরি হয়েছে, তার সংলগ্ন এলাকাগুলিতে যত ফুটপাথবাসী কিংবা ভিখারি ছিল, হঠাৎ তারা হাওয়া৷ আসলে বেইজিং-এ ২০০৮ সালের অলিম্পিকের আয়োজন করে চোখধাঁধানো সাফল্য পেয়েছিল চীন৷ সেটার জবাব দেওয়ার এমন একটা সুযোগ পেয়েও দুর্নীতি আর অব্যবস্থাপনার দায়ে যে বদনামটা কুড়োতে হয়েছে ভারতকে, তা সহ্য করা তো সহজ কথা নয়! তাই এখন শেষ মুহূর্তেও দ্রুতবেগে ব্যবস্থা ফেরানোর কাজ চলছেই৷

Indien Commonwealth Games 2010 Flash-Galerie
হঠাৎই হাওয়া ভিখারি আর ফুটপাথের বাসিন্দারাছবি: AP

নিরাপত্তার বলয়ে দিল্লী

এই অক্টোবরের ৩ থেকে ১৪ তারিখ, এই বারোটা দিন নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকবে দিল্লী৷ তার চেহারা এখনই বোঝা যাচ্ছে৷ দিল্লীতে মোট এক লক্ষ নিরাপত্তাকর্মী পাহারায়৷ আছে কমান্ডোবাহিনী, আছে বিমানবাহিনীর মিগ ফাইটার বিমান থেকে শুরু করে স্নাইপার, আকাশে চক্বর মারা চালকবিহীন নজরদারি বিমান৷ মানে যা যা দরকার তার সবকিছুই৷ জঙ্গিরা হামলা চালাবার হুমকি দিয়ে রেখেছে আগেই৷ বিদেশি অতিথিদের সামনে আর বেইজ্জত হতে চায় না ভারত৷

কিন্তু ইজ্জত গেছে আগেই

বলাবাহুল্য ভারতের ইজ্জত বেশ ভালোই গেছে এই গেমসকে ঘিরে৷ গেমস ভিলেজের হাঁটার সেতু ভাঙা থেকে শুরু, গেমস ভিলেজে নোংরা, কুকুর, মশা, ডেঙ্গু এসব তো শোনা গেছেই, বেশ কয়েকজন আন্তর্জাতিক স্তরে নামজাদা অ্যাথলিট নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় বদনাম আরও ছড়িয়েছে৷ তবে শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলেই এখন ভালো৷ আর সেজন্যই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, অন্য কোনদিকে নয়, এখন মন দিতে হবে খেলার দিকে৷ তাছাড়া বিশ্বের এক নম্বর বক্সার ভারতের বীজেন্দ্র সিং সহ অন্যান্য খেলোয়াড়রাও এখন বাছা বাছা বিবৃতি দিতে শুরু করেছেন৷ ফলে খেলার দিকেই এবার সকলের দৃষ্টি আকর্ষণ করবে এই গেমস৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য