1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেসে উঠছে লাশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ আগস্ট ২০১৪

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ‘পিনাক-৬’ লঞ্চটি ডুবে যাওয়ার তিনদিনেও সন্ধান মেলেনি৷ তবে কর্তৃপক্ষ লঞ্চটি উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবি করছে৷

https://p.dw.com/p/1CpTv
Fähre mit mehr als 200 Passagieren in Bangladesch gesunken
ছবি: picture-alliance/dpa

অন্যদিকে দেশের বিভিন্ন এলাকার নদীতে নিখোঁজ যাত্রীদের লাশ ভেসে ওঠার খবর পাওয়া যাচ্ছে৷ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ জরিপ-১০ শেষ পর্যন্ত আসেনি৷ তাই উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক' ও ‘রুস্তম' উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে৷ তবে তিনদিনেও তারা ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করতে পারেনি৷ এর এতে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে নিখোঁজদের আত্মীয় স্বজনের৷ তাঁরা বিক্ষুব্ধ হয়ে মিছিল বের করেছেন৷ বলছেন,‘লাশ চাই, লাশ চাই৷' লঞ্চটির শতাধিক যাত্রী এখনো নিখোঁজ আছেন৷

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা এখনো যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন৷ বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, দুর্ঘটনাস্থলের আশপাশের ১১ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং এই তল্লাশি অব্যাহত আছে৷ তবে এখনো ডুবে যাওয়া লঞ্চের সন্ধান মেলেনি৷

এদিকে পদ্মার ভাটিতে দেশের বিভিন্ন এলাকার নদীতে লাশ ভেসে ওঠার খবর পাওয়া যাচ্ছে৷ এ পর্যন্ত অন্তত ১২টি লাশ ভেসে ওঠার খবর পাওয়া গেছে৷ জানা গেছে, শরিয়তপুরের নড়িয়ার সুরেশ্বর-ওয়াপদা এলাকা এবং জাজিরার কুণ্ডের চরে পাঁচটি, চাঁদপুরে মেঘনায় দুটি, ভোলা সদরের রাজাপুর ও কাঠিরমাথা এলাকায় মেঘনা নদী থেকে দুটি লাশ, শরিয়তপুরের নড়িয়া উপজেলার চর আত্রা এলাকায় পদ্মা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা৷ এছাড়া মুন্সীগঞ্জের মাওয়ায় লঞ্চডুবির দুদিন পর লাশ ভেসে উঠছে৷

সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে লৌহজং ক্রসিংয়ে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬৷ দুর্ঘটনার পরপরই নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়৷ এছাড়া স্বজনদের অভিযোগের ভিত্তিতে ১৬৯ জন নিখোঁজ যাত্রীর একটি তালিকা তৈরি করেছে লৌহজং থানা পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য