1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণভবনে রত্নার বিয়ের আনুষ্ঠানিকতা

৮ জুন ২০১০

আসন্ন বাজেট নিয়ে ঢাকার একটি হোটেলে আলোচনায় মতামত জানিয়েছেন বিরোধী নেত্রী৷ এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে তা ভাঙার কর্মসূচি হাতে নিয়েছে রাজউক৷ থাকছে বন্ধুর মাথা কেটে চাঁদাবাজির খবর৷

https://p.dw.com/p/NkNy
নিমতলীর আগুনে প্রাণ হারিয়েছে আরো একজন (ফাইল ফটো)ছবি: AP

বাজেট নিয়ে হোটেলে আলোচনা

বাংলাদেশের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বাজেটে বিদ্যুৎ খাতে বাড়তি হারে বরাদ্দের প্রস্তাব রেখেছেন৷ বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম জানাচ্ছে এই খবর৷ খালেদা জিয়া বিদ্যুৎ ঘাটতি রোধে বর্তমান সরকারের স্বল্পমেয়াদী পরিকল্পনার বিরোধীতা করেছেন৷ তাঁর মতে, বর্তমান পরিকল্পনা কোন দীর্ঘমেয়াদি সমাধান নয়৷ সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত বাজেট আলোচনায় একথা বলেন খালেদা৷ তবে, বিরোধী নেত্রীর এই বাজেট প্রস্তাব সংসদে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই সংবাদটিও প্রকাশ করেছে বিডিনিউজ৷

অগ্নিকান্ড ভবন ধস রোধে সরকার

নিমতলী অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো একজন প্রাণ হারিয়েছেন সোমবার৷ এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৯৷ প্রায় সব পত্রিকাই এই খবর প্রকাশ করেছে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘গণভবনে রত্না বিয়ে বুধবার'৷ নিমতলীতে যে রাতে রত্নার বিয়ে হওয়ার কথা ছিল, সে রাতেই আগুন লাগে৷ এতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান৷ কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় বর-কনে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রত্না এবং তাঁর বোনের বিয়ের দায়িত্ব নিয়েছেন৷ বুধবার সরকারি গণভবনে রত্নার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে৷

এছাড়া, ভবন ধস নিয়ে প্রধান প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো৷ শিরোনাম, পুরানো ঢাকার ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা হচ্ছে৷ পত্রিকাটির দাবি, ইতিমধ্যে রাজউক পাঁচ হাজার ঝুঁকিপুর্ণ বাড়ির তালিকা তৈরি করেছে৷ এসব ভবন যাতে ধসে পড়ে প্রাণহানি না ঘটে, সেজন্য পর্যায়ক্রমে ভেঙ্গে ফেলা হবে৷

বন্ধুর কাটা মাথা দেখিয়ে চাঁদাবাজি

দৈনিক কালের কন্ঠ সহ কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘‘কাটা মাথা নিয়ে চাঁদাবাজি''৷ পুরানো ঢাকায় একটি হোটেলে কাজ করতেন রুবেল৷ রবিবার রাতে রুবেলকে হত্যা করে তিন যুবক৷ এরপর তাঁর মাথা কেটে ব্যাগে ভরে নিয়ে চাঁদাবাজির চেষ্টা করে হত্যাকারীরা৷ ইতিমধ্যেই পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করেছে৷ আটকরা অকপটে স্বীকার করেছে হত্যাকান্ডের কথা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়