1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যমের শীর্ষে সাবেক প্রধানমন্ত্রীর অশ্রু ভেজা মুখ

১৪ নভেম্বর ২০১০

বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনা, প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, হরতালের আহ্বান, তুর্কি প্রধানমন্ত্রীর ঢাকা সফর, কুষ্টিয়ায় হামলা, ঈদের প্রাক্কালে ঘরমুখো মানুষের দুর্ভোগ এসব খবরই আজকের পত্রিকায় বিশেষভাবে স্থান পেয়েছে৷

https://p.dw.com/p/Q853
Bangladesh, Nationalist, Party, BNP, Chairperson, Khaleda, Zia, Dhaka, Bangladesh, বিএনপি, চেয়ারপার্সন, খালেদা জিয়া
ফাইল ছবিছবি: AP

শেষ পর্যন্ত শনিবার অপরাহ্নে ৩৮ বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়লেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অশ্রুভেজা ছবিসহ তাঁর সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে একাধিক প্রতিবেদন স্থান পেয়েছে আজকের সব পত্র-পত্রিকার প্রথম পাতায়৷ খবরে বলা হচ্ছে, বিকেল সোয়া ৩টায় বাড়ি ছেড়ে কিছু বাক্স-পেটরা নিয়ে গুলশানে নিজ কার্যালয়ে যান বিএনপি চেয়ারপার্সন৷ খালেদা জিয়া রাতে এক সংবাদ সম্মেলনে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেছেন, তাঁকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে৷ তবে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বাড়িটি ছেড়ে দিয়েছেন৷ দলীয় চেয়ারপার্সনের সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনার প্রতিবাদে আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি৷

জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত আন্তর্জাতিক জলবায়ু তহবিল দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ইউএনডিপির সহযোগিতা চান৷ শনিবার ঢাকার এক হোটেলে ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ক্লাস্টার কনফারেন্স উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান৷ দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ, আমার দেশ, ডেইলি স্টারসহ বেশ কিছু পত্রিকায় শিরোনাম হয়েছে খবরটি৷ প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি৷ আমি আশা করি, আগামী মাসে কানকুনে অনুষ্ঠেয় সিওপি ১৬ বৈঠকে এ তহবিল গঠিত হবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে৷ ইউএনডিপি প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কও সম্মেলনে বক্তব্য রাখেন৷

সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর সফল হজযাত্রা

এ বছরই প্রথম দেশ থেকে সবচেয়ে বেশিসংখ্যক হজযাত্রী হজব্রত পালন করতে সৌদি পৌঁছেছেন৷ ১০টি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৯১ হাজার ৮২৩ জন হজযাত্রী হজব্রত পালন করতে গেছেন৷ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দফতর বলাকা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এসব তথ্য জানান৷ দৈনিক জনকণ্ঠ, নিউ এইজ, কালের কণ্ঠসহ বেশ কিছু পত্রিকায় উঠে এসেছে খবরটি৷ এতে আরো বলা হয়েছে, হজব্রত পালন শেষে হাজীরা ২১ নভেম্বর থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য