1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গত বছর গুগলের চেয়ে ফেসবুক বেশি ব্যবহৃত হয়েছে

১ জানুয়ারি ২০১১

আপনি কোনটা বেশি ব্যবহার করেন, ফেসবুক নাকি গুগল? উত্তর যেকোনো একটা হতে পারে৷ তবে অ্যামেরিকার মানুষ ফেসবুকই বেশি ব্যবহার করে৷ ওয়েব ট্র্যাকিং কোম্পানি এক্সপেরিয়ান হিটওয়াইজের জরিপে এই তথ্য জানা গেছে৷

https://p.dw.com/p/zs9s
ছবি: Montage DW

শুধু তাই নয়, ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয় এমন ১০টি শব্দের একটি তালিকাও তৈরি করেছে এক্সপেরিয়ান৷ তাতে দেখা গেছে, ভিন্ন ভিন্নভাবে লেখা ফেসবুক শব্দটিই চারবার এসেছে৷ আর অন্য শব্দগুলো হলো ইউটিউব, ক্রেইগসলিস্ট, মাইস্পেস, ইবে এবং ইয়াহু৷

জরিপ বলছে, গতবছর যুক্তরাষ্ট্রে মোট যত শব্দ খোঁজা হয়েছে তার প্রায় সাড়ে তিন শতাংশই হলো ফেসবুক৷ এই হার এর আগের বছরের তুলনায় ২০৭ শতাংশ বেশি! আর যত ওয়েবসাইট ভিজিট করা হয়েছে তার মধ্যে ফেসবুকের পরিমাণ ৮.৯৩ শতাংশ৷ এর পরেই রয়েছে গুগল৷ এর পরিমাণ ৭.১৯ শতাংশ৷

কিন্তু যদি গুগলের সব ধরণের ওয়েবসাইট হিসেব করা হয় তাহলে পরিমাণটা বেড়ে দাঁড়ায় ৯.৮৫-এ৷ যেটা ফেসবুকের চেয়ে বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম