1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ডন ব্রাউনের আকস্মিক আফগানিস্তান সফর

৭ মার্চ ২০১০

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শনিবার আকস্মিকভাবে আফগানিস্তান সফরে গেলেন৷ সেখানে তিনি কিছুদিন আগে দখল করা তালেবানের শক্ত ঘাঁটি ‘লস্কর গাহ’ পরিদর্শন করেন৷

https://p.dw.com/p/MMC8
আফগানিস্তানে মোতায়েনকৃত ব্রিটিশ সৈন্যদের মাঝে গর্ডন ব্রাউন (ফাইল ছবি)ছবি: AP

আফগানিস্তান ও ইরাকে কর্মরত ব্রিটিশ সৈন্যদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হচ্ছে কি না, একদিকে তা নিয়ে ব্রিটেনে বিতর্ক চলছে৷ অন্যদিকে, প্রধান বিরোধী দল ও বেশ কয়েকজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, যুদ্ধের জন্য অস্ত্র কিনতে প্রয়োজনীয় অর্থের সরবরাহ দিতে ব্রাউন অস্বীকার করেন, বলে অভিযোগ করেছেন৷ আর এই বিতর্কের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী আফগানিস্তান সফর করলেন৷ সেখানে ব্রিটিশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘যুদ্ধের জন্য যা যা প্রয়োজন সবকিছুর জোগান দিতে প্রস্তুত সরকার৷''

হেলমান্দে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রাউন বলেন, ‘‘আমি বেশকিছুদিন ধরেই এখানে আসার পরিকল্পনা করছি৷ গত চার বছর ধরেই এখানে আসছি এবং এবার মূলতই আমি সৈন্যদের সাথে দেখা করতে ও এখানকার উন্নতি কতটুকু তা দেখার জন্যই এসেছি৷''

এছাড়া তালেবানের বিরুদ্ধে গত তিন সপ্তাহের যুদ্ধে সাফল্য লাভ করায় তিনি সৈন্যদের ধন্যবাদ জানান৷ তিনি বলেন, দক্ষিণাঞ্চলে তালেবান বিরোধী অভিযানে বিজয় ‘‘আশার প্রদীপ জ্বেলেছে৷'' ‘‘তবে যুদ্ধে বিজয়ের মতোই শান্তি আনয়নের ক্ষেত্রেও বিজয় পেতে হবে,'' বললেন ব্রাউন৷ এছাড়া দায়িত্ব পালন পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে ব্রিটিশ সৈন্য মোতায়েন রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি৷

Brown, Finanzminister, g20
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনছবি: AP

তবে গর্ডন ব্রাউন আফগানিস্তানের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি ‘ক্যাম্প ব্যাস্টিওন' ত্যাগ করার পূর্বেই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগানিস্তানে দুই জন ব্রিটিশ সৈন্যের নিহত হওয়ার তথ্য প্রকাশ করে৷ এদের দু'জনই হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয়৷ এ নিয়ে ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ২৭০ জন বৃটিশ সেনা নিহত হলো৷

এদিকে, পাকিস্তান শনিবার ঘোষণা করেছে যে, শুক্রবার সোয়াত উপত্যকায় সরকারি বাহিনীর বিমান হামলায় একজন গুরুত্বপূর্ণ তালেবান কমান্ডার নিহত হয়েছে৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক পেশোয়ারে বলেছেন, ‘‘গতকাল উপজাতি অধ্যুষিত মোহমান্দ জেলায় তালেবান অবস্থানে হেলিকপ্টার থেকে চালানো হামলায় ফতেহ মোহাম্মাদ নিহত হয়েছে৷ ঐ হামলায় অন্তত ২০ জন তালেবান নিহত হয়৷'' এছাড়া ঐ হামলায় তেহরিক-ই-তালেবানের উপপ্রধান মৌলভি ফকির মোহাম্মাদ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান কমান্ডার কারি জিয়াউর রহমানও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা :সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়