1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটের মাধ্যমে সন্তান লাভ

৭ জানুয়ারি ২০১৬

হ্যাঁ, সত্যি বলছি৷ আর এর জন্য বিবাহিত হওয়ার দরকার নেই৷ আপনি সমকামী, বিসমকামী – যাই হন কেন, আপনার সন্তান লাভের আশাটুকু থাকলেই হবে৷ কারণ ‘কো-পেরেন্টিং', অর্থাৎ অন্য একজন বা দু'জন মানুষের সঙ্গে অভিভাবক হওয়া এখন খুব সহজ!

https://p.dw.com/p/1HZZ0
Vierlinge
ছবি: picture-alliance/dpa

বিয়ে, পরিবার, সন্তানসন্ততি – বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও এই ধরনের সনাতনী পারিবারিক প্রথা এখনও রয়েছে৷ কিন্তু তার পাশাপাশি অন্যান্য ধরনের পারিবারিক রূপও সমাজে জায়গা করে নিচ্ছে৷ না, বেআইনিভাবে নয়, আইনগতভাবেও স্বীকৃতি পাচ্ছে এ সব সম্পর্ক৷ যেমন বিয়ে ছাড়া একত্রে বসবাস, প্যাচওয়ার্ক ফ্যামিলি, সিংগেল পেরেন্ট, সমকামী দম্পতি ইত্যাদি জীবনধারাকে মেনে নেওয়া হচ্ছে, ক্রমশই৷

এরকমই একটি ‘কো-পেরেন্টিং পোর্টাল' এখন বেশ রমরমা জার্মানিতে৷ নাম – ‘ফ্যামিলিশিপ'৷ ভিডিও-টি ক্লিক করলেই বুঝতে পারবেন ঠিক কী বলছি৷ যেমন ধরুন, আপনি বিবাহিত তবে নিঃসন্তান৷ বা আপনি সমকামী এবং সন্তান চান৷ অথবা আপনি এবং আপনার স্ত্রী আপনাদের সন্তানটিকে একা মানুষ না করে অন্য একটি দম্পতির সঙ্গে একযোগে মানুষ করতে চান৷ এক্ষেত্রে ‘‘ফ্যামিলিশিপ'-এর মাধ্যমে আপনি সেই দম্পতিটিকে অথবা বাচ্চা মানুষ করার জন্য একাধিক সঙ্গীকে খুঁজে নিতে পারেন৷ এক ধাক্কায় বেরিয়ে আসতে পারেন সনাতনী পারিবারিক প্রথা এবং বিয়ে নামের চিরাচরিত ঐতিহ্য থেকে৷

Co-parenting portals

অবশ্য এমনটা করলে, মানে বাচ্চার একাধিক বাবা-মা থাকলে তার মানসিক স্বাস্থ্যে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা – সেটা তর্ক সাপেক্ষ৷

ডিজি/এসবি

আপনার কী মনে হয়? একাধিক বাবা-মা শিশুর জন্য উপকারী না অপকারী? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান