1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমজ সন্তান পেলেন করণ জোহর

৭ মার্চ ২০১৭

তিনি সমকামী৷ কোনো এক অজানা পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে লেখালেখিও হয়েছে অনেক৷ এবার এলো নতুন খবর – জমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের পরিচালক করণ জোহর৷ মায়ের নাম জানতে কৌতূহলী অনেকেই৷

https://p.dw.com/p/2YkqN
BdT Siamesische Zwillinge in Köln getrennt
ছবি: Picture-alliance/dpa/Cologne Municipal Hospital

আসলে এক নারীর গর্ভ ভাড়া করে, অর্থাৎ এক সারোগেট মাদারের মাধ্যমে জমজ সন্তানের ‘বাবা' হয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক করণ জোহর৷

খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ‘কাল হো না হো', ‘মাই নেম ইজ খান'সহ বেশ কিছু ব্যবসাসফল ছবির এই পরিচালককে অভিনন্দন জানানো৷

অভিনেত্রী আলিয়া ভাট অভিনন্দন জানানোর পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন এই বলে যে, করণের জমজ সন্তান হওয়ায় তিনি একজন ছোট ভাই এবং একজন ছোট বোন পেয়েছেন৷

বিতর্কও শুরু হয়েছে দু-একজনের মন্তব্য নিয়ে৷

ভারতের সমাজবাদী পার্টির নেতা আবু আজমি বলেছেন, এভাবে বাবা না হয়ে, করণ জোহর বলিউডের কাউকে বিয়ে করে সন্তান দত্তক নিলেই ভালো করতেন৷

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন মনে করেন, সারোগেসি, অর্থাৎ গর্ভ ভাড়া করে সন্তান নেয়ার প্রক্রিয়াটি প্রকৃতপক্ষে দরিদ্র নারীদের অধিকার হরণের নামান্তর, কেননা, এর মাধ্যমে টাকা দিয়ে তাঁদের শরীর এবং জননাঙ্গ ব্যবহার করা হয়৷

তবে ৪৪ বছর বয়সি করণ অবশ্য সেই বিতর্কে জড়াননি৷ টুইটারে তিনি জানিয়েছেন, তাঁর পরিবারে রুহি এবং ইয়াশ নামের নতুন দুই অতিথি আসায় সবাই খুব আনন্দিত৷ তিনি জানান, সন্তান প্রতিপালনের জন্য তিনি প্রস্তুত৷ এবং এ কাজে তাঁর মা তাঁকে সহায়তা করবেন বলেও জানিয়েছেন তিনি৷

বলিউডে গর্ভ ভাড়া করে সন্তান নেয়ার নজির অবশ্য আরো আছে৷ শাহরুখ খান এবং আমির খানও রয়েছেন এই তালিকায়৷ এমনকি বিয়ে না করে, অর্থাৎ ‘সিঙ্গেল ফাদার' করণ জোহরই প্রথম নন৷ বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র'র ছেলে তুষার কাপুরও এভাবেই সন্তানের জনক হন৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য