1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গল্ফে চমৎকার সাফল্য এনে দিলেন অর্জুন আটওয়াল

২৬ আগস্ট ২০১০

ভারতে গল্ফের ভবিষ্যৎ কেমন? এই প্রশ্ন কিছুদিন আগে করলে এর উত্তর হতো একরকম আর এখন উত্তর হবে আরেক রকম৷ কারণ কী বলুন তো? কারণ হচ্ছে অর্জুন আটওয়ালের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউএসপিজিএ ট্যুর, প্রতিযোগিতায় জয়লাভ৷

https://p.dw.com/p/OwqV
গল্ফে এটা ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপছবি: AP

গত রবিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এই উইনডাম চ্যাম্পিয়নশীপ অত্যন্ত নামকরা প্রতিযোগিতা এবং এতে জয়লাভ করা এক বিরাট ব্যাপার৷ এই প্রথম একজন ভারতীয় এই প্রতিযোগিতায় জয়লাভ করলেন৷

প্রফেশ্যনাল গল্ফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই)-এর পরিচালক পাদ্মাজিত সান্ধু, বার্তা সংস্থা এএফপি'কে বলেন, গল্ফ প্রতিযোগিতায় এটি ভারতের এক চমৎকার সাফল্য৷ যা মানুষকে এই খেলার ব্যাপারে উৎসাহিত করবে৷ তিনি বলেন, ভারতে যদিও এই খেলাটি খুব দ্রুত বিস্তার লাভ করছে, তারপরেও বলবো ভারতে এই খেলার ভবিষ্যত গড়ার জন্য এই সাফল্য অনেক বড় এক ব্যাপার৷

ভারতে মাত্র ২০০টি স্বীকৃত গল্ফ কোর্স রয়েছে৷ আধুনিক ভারতে গল্ফকে মানানসই হিসেবেই দেখছেন সবাই৷ ভারতের প্রখ্যাত ক্রিকেটার কপিল দেব ১৯৯৪ সালে ক্রিকেট থেকে অবসর নেবার পর, প্রতিযোগিতামুলক গল্ফে যোগ দেন৷ তাঁর কথায়, নতুন কোর্স তৈরি এবং সুযোগ- সুবিধা দানের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে গল্ফ হতে পারে এক দারুণ সুযোগ৷ কপিল দেব বলেন, ‘‘এমন অনেক শিশু রয়েছে যারা গল্ফার হবার স্বপ্ন দেখে৷ ঠিক আমরা যেমন অল্প বয়সে ক্রিকেটার হবার স্বপ্ন দেখতাম৷'' ১৯৮৩ সালে বিশ্ব কাপ ক্রিকেট জয়ি এই ক্যাপ্টেন বলেন, গল্ফের জন্য আমাদের প্রয়োজন কোর্স, একই সঙ্গে ড্রাইভিং রেঞ্জ এবং সবুজ জায়গা থাকাটাও জরুরি৷ এবং সেসব শুধু বড় শহরগুলোতেই নয়, ছোট শহরগুলোতেও দরকার৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ