1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গল এ শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ড্র

২০ নভেম্বর ২০১০

এক অন্য রকম স্থান গল৷ ভারত মহাসাগরের কূল ঘেষা শ্রীলংকার এই স্থানটি৷ চারিদিকে বুনো সৌন্দর্য্য৷ সমুদ্রের বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে গল-এ৷ সেই গলের মাঠে অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট৷ ফলাফল ড্র৷

https://p.dw.com/p/QE58
শিবনারায়ণ চন্দরপল ১২৭ টেস্টে ৯ হাজার রান (ফাইল ছবি)ছবি: AP

নীল আকাশ, নীল সমুদ্র, পাশে নীলচে ঘাসে মোড়ানো পুরানো উঁচু সমুদ্র সৈকত৷ পর্টকদের জন্য দারুণ আকর্ষনীয় স্থানের নাম গল৷ লঙ্কান ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও মাহেলা জয়াবর্ধনের ব্যাটিং নৈপুণ্যে সেই গল-এর টেস্ট হলো ড্র৷ চতুর্থ দিন ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে যখন লঙ্কানরা ব্যাটিংয়ে নামে ইনিংস পরাজয় এড়াতে তখনো তাদের দরকার ছিল ২০২ রান৷ দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও থারাঙ্গা পারানাভিতানার দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা৷ উদ্বোধনী জুটিতে ৮৯ রান করেন তাঁরা৷ শুক্রবার পঞ্চম ও শেষ দিন তাঁরা ইনিংসের শুরু করেন৷ তবে, দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় আবার শঙ্কা ঘনিয়ে আসে লঙ্কান শিবিরে৷

এরপর মাহেলা জয়াবর্ধনে এসে পারানার সাথে জুটি বাঁধেন৷ ওপেনার পারানাভিতানা ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে শক্ত অবস্থানে রেখে যান৷ মাহেলা করেন ৫৮ রান৷ দিন শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৪১ রান৷ ক্যামার রোচ নেন ২ উইকেট৷ তবে তিনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপর তেমন প্রভাব বিস্তার করতে পারেন নি৷

অবশ্য বৃষ্টিও সহায়তা করেছে সাঙ্গাকারাদের৷ খেলার তৃতীয় দিন থেকে প্রতিদিন বিকেলে ২০/১৫ ওভার করে খেলা হতে পারেনি৷ না হলে হয়তো গলের ফলাফল অন্যরকম হতে পারতো৷

গলেই শিবনারায়ণ চন্দরপল ১২৭ টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেন৷ দলের একমাত্র ইনিংসে তিনি আউট হন ৩২ রানে৷ এই সুবাদে তাঁর ক্যারিয়ারে টেস্ট স্কোর হয় ৯০০১৷ ব্রায়ান লারার পর তিনি হলেন দ্বিতীয় ক্যারিবিয়ান ব্যাটসম্যান যিনি ৯ হাজার রান অতিক্রম করলেন৷ ১৩০ টেস্টে লারার মোট রান ১১ হাজার ৯১২৷ যাতে ৩৪ সেঞ্চুরি রয়েছে৷

উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি কলম্বোয় শুরু হবে ২৩ নভেম্বর৷

প্রতিবেদেন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম