1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার উপর অবরোধ আরও শিথিল করার চাপ

২২ জুন ২০১০

আন্তর্জাতিক চাপের মুখে গাজার উপর অবরোধ কিছুটা শিথিল করলেও এখনো সেখানে নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সিমেন্ট বা লোহা পাঠাচ্ছে না ইসরায়েল৷

https://p.dw.com/p/O0Ej
বহুকাল ধরে বঞ্চনার পর আবার প্রয়োজনীয় পণ্য পেতে শুরু করছে গাজাছবি: AP

নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন'এর সঙ্গে আলোচনার পরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এবিষয়ে অনমনীয় রয়েছেন৷ গাজার জন্য ত্রাণবাহী জাহাজ থামাতে গিয়ে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ইসরায়েলকে অবরোধ অনেকটা শিথিল করতে হলো৷ এবার নির্মাণের কাজে আর কতকাল এই বাধা সৃষ্টি করতে পারবে নেতানিয়াহুর সরকার? এই প্রশ্ন সবার মনেই রয়েছে৷ এটা ঠিক, যে প্রায় অভূতপূর্ব আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েলকে অনেকটা পিছু হটতে হয়েছে৷ গাজায় সিমেন্ট, লোহার মতো উপকরণ না পাঠানোর পেছনে ইসরায়েলের যুক্তি – বিপর্যস্ত পরিকাঠামোর পুনর্গঠনের বদলে হামাস তার সামরিক কাঠামো আরও মজবুত করার চেষ্টা করবে৷ কিন্তু এই যুক্তিও তেমন গ্রহণযোগ্য হচ্ছে না৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি বলেছেন, গাজার চরম পরিস্থিতির উন্নতির জন্য সেখানকার পরিকাঠামোর পুনর্গঠন অত্যন্ত জরুরি৷ অতএব নির্মাণের কাজ তরান্বিত করতে হবে৷ ইসরায়েলের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ স্বীকার করে নিয়েও মার্কিন প্রশাসন এবিষয়ে চাপ বজায় রাখছে৷ আগামী ৬ই জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা, যে বৈঠক ত্রাণবাহী জাহাজের উপর হামলার ঘটনায় স্থগিত রাখা হয়েছিলো৷

ইসরায়েল বহুকাল এভাবে চাপের মুখে পড়ে নমনীয়তা দেখায় নি৷ এই আচরণকে সেদেশের দুর্বলতা হিসেবে ধরে নিয়ে কেউ কেউ দুঃসাহস দেখানোর পথে যাচ্ছে৷ এমন কিছু আভাস এখনই পাওয়া যাচ্ছে৷ ইসরায়েলের চরম শত্রু হিসেবে পরিচিত ইরান গাজায় এক ত্রাণবাহী জাহাজ পাঠাচ্ছে৷ প্রায় ১৪ দিন পর সেটির গাজা উপকূলে পৌঁছানোর কথা৷ ফলে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ইতিমধ্যে এমন যে কোনো অভিযানের বিষয়ে সাবধান করে দিয়েছেন৷ তিনি আবার জানিয়ে দিয়েছেন, একমাত্র ইসরায়েলের আশদদ বন্দরে ত্রাণ পৌঁছে দিলে তল্লাশির পর সেখান থেকে সড়কপথে গাজায় সেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে৷ কেউ এই নির্দেশ অমান্য করলে তা দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে গণ্য করা হবে, বলেন, বারাক৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক