1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় অবরোধের ব্যাপারে নমনীয় ইসরায়েল

১৬ জুন ২০১০

গাজায় অবরোধ শিথিল করার বিষয়টি বিবেচনা করে দেখছে ইসরায়েল৷ সেদেশের সংবাদ মাধ্যমের খবরে এই কথা জানানো হয়েছে৷ এদিকে ত্রাণবাহী জাহাজে হামলার ঘটনায় গঠিত ইসরায়েলের তদন্ত কমিটির সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

https://p.dw.com/p/NrlN
গাজা-মিশর সীমান্তের দেওয়াল টপকানোর চেষ্টা করছে ফিলিস্তিনি ছেলেরা (ফাইল ছবি)ছবি: AP

ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, সেদেশের মন্ত্রিসভা গাজায় অবরোধ আরোপ শিথিল করার বিষয়টি বিবেচনা করে দেখছে৷ এজন্য আজ বুধবার ইসরায়েলের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ এই বিষয়ে আলোচনায় বসবে৷ গাজায় কোন কোন সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হবে সেটি খতিয়ে দেখবে ইসরায়েল৷ এর আগে মধ্যপ্রাচ্য প্রতিনিধি টনি ব্লেয়ার জানিয়েছিলেন যে ইসরায়েল গাজায় অবরোধ শিথিল করার ব্যাপারে নীতিগতভাবে রাজি৷ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র য়িগাল পালমোর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজায় আরও জিনিসপত্র ঢোকার অনুমতি দিতে ইসরায়েল প্রস্তুত রয়েছে৷

উল্লেখ্য, বিগত ২০০৬ সাল থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল৷ ফলে সেখানকার জনগণকে তাদের প্রয়োজনীয় জীবন সামগ্রীর জন্য নির্ভর করতে হয় ইসরায়েলের দয়ার ওপর৷ গত ৩১ মে গাজামুখী ত্রাণবাহী জাহাজে হামলার চালায় ইসরায়েলি কমান্ডোরা৷ এসময় জাহাজে থাকা নয়জন তুর্কি নাগরিক প্রাণ হারায়৷ এরপর থেকেই গাজায় অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েল৷ সম্প্রতি লুক্সেমবুর্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে এই অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান৷ তিনি এসময় বলেন, ‘আমরা চাই এই অবরোধের অবসান হোক৷ মানবিক কারণে নয় এটা রাজনৈতিক কারণেও প্রয়োজন৷'

Türkei Demonstration gegen israelische Militäraktion in Gaza Flash-Galerie
গাজায় অবরোধ তুলে নেওয়ার দাবিতে তুরস্কে বিক্ষোভ (ফাইল ছবি)ছবি: AP

ইসরায়েলের তদন্ত কমিটি নিয়ে আপত্তি

এদিকে গাজার ত্রানবাহী জাহাজে হামলার ঘটনায় তদন্তের জন্য ইসরায়েল যে কমিটি গঠন করেছে তার সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এতে যথেষ্ট পরিমাণ স্বচছতা নেই৷ উল্লেখ্য, ওই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি উপেক্ষা করে ইসরায়েল নিজেই একটি তদন্ত কমিটি গঠন করে৷ এতে ইসরায়েলের অবসরপ্রাপ্ত বিচারক ইয়াকভ তিরকেলকে প্রধান করা হয়েছে৷ কমিটিতে অপর দুইজন হলেন উত্তর আয়ারল্যান্ডের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেভিড ট্রিম্বল এবং ক্যানাডার সেনাবাহিনীর সাবেক বিচারক কেন ওয়াটকিন৷ তবে এই কমিটি কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্যতম পরিচালক ম্যালকম স্মার্ট৷ তিনি বলেন, কমিশনকে স্বাধীন কিংবা স্বচ্ছ কোনটাই মনে হচ্ছে না৷ দুই আন্তর্জাতিক পর্যবেক্ষককে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের সুযোগ নাও দেওয়া হতে পারে৷ এবং তাঁরা যা খুজে পাবেন তা হয়তো ভবিষ্যতে আদালতে ব্যবহার উপযোগী নাও হতে পারে, বলেন ম্যালকম স্মার্ট৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই