1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-র কালো পতাকা মিছিল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ আগস্ট ২০১৪

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার বিকেলে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট৷ মিছিলের শুরুতে বিএনপি নেতারা বলেছেন এটা সরকার বিরোধী কোনো কর্মসূচি নয়৷

https://p.dw.com/p/1Cvl0
ছবি: Reuters

বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়৷ প্রতিবাদ জানাতে নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ পরে, হাতে কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেন৷ মিছিল চলাকালে নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়৷

মিছিল শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে বানানো অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, ‘‘আমরা সারা বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশের মানুষ গাজায় নিগৃহীত মানুষের সঙ্গে আছে৷'' স্বাধীন ভূখণ্ডের সংগ্রামে ফিলিস্তিনের মানুষ জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘‘এই মিছিল সরকারের বিরুদ্ধে নয়, গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদে৷ তাই এখানে সরকারবিরোধী কোনো স্লোগান হবে না৷''

মিছিলে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামি ঐক্যজোট, গণতান্ত্রিক জাতীয় পার্টিসহ ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরা অংশ নেন৷

এর আগে দুপরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সরকারের পায়ের নীচে মাটি নেই৷ তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে জনমতকে উপেক্ষা করে আবারো বাকশাল কায়েমের উদ্দেশ্যে নতুন সম্প্রচার নীতিমালা করেছে৷ এই নীতিমালা ৯০ ভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে৷''

মির্জা ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছে৷ গোটা পৃথিবী ও বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে গণতন্ত্রের আবরণে ভেতরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে৷''

ফখরুল অভিযোগ করেন, ‘‘সরকার আইনশৃঙ্খলা ও বিচার বিভাগকে দলীয়করণ করছে৷ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে৷''

বিএনপির এই নেতা বলেন, ‘‘সরকার অপকৌশল ও বন্দুকের জোরে নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়৷ কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি৷ আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না৷''

অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘‘বিএনপি একটি ফ্যাসিস্ট দল৷ আগস্ট মাস এলেই দলটি চক্রান্ত করতে শুরু করে৷ ১৭ আগস্ট, ২১ আগস্ট বোমা হামলা চালিয়েছে বিএনপি৷ তাই এই মাসে তাদের কোনো কর্মসূচি করতে দেয়া উচিত নয়৷''

নাসিম বলেন, ‘‘বাংলাদেশের একজন নেত্রী জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কেটে উল্লাস করেন৷ জন্মদিনে কেক কাটা বাচ্চাদের কাজ৷ অথচ তিনি ৭০ বছর বয়সে কেক কেটে উল্লাস করেন৷ একজন রাজনৈতিক নেত্রী জাতির পিতার মৃত্যু দিনে কেক কাটে, এর জন্য আমাদের লজ্জা হয়৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা, হীন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই নয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য