1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গানুশির সরকার ফেলতে নারীমুখ্য ক্যারাভান টিউনিশিয়ায়

২৩ জানুয়ারি ২০১১

টিউনিশিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ গানুশি’র বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে৷ ‘ক্যারাভান অফ লিবারেশন’ নামের নতুন এই আন্দোলন রাজধানী থেকে ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে৷ যোগ দিয়েছে শ্রমিক ইউনিয়নও৷

https://p.dw.com/p/101Dr
গ্রামগঞ্জ, ধূমায়িত, সরকার, বিরোধী, বিক্ষোভ, টিউনিশিয়া, ক্যারাভান, নারী, নারীবাহিনী, বিদ্রোহ, বিপ্লব, নির্বাচন, প্রধানমন্ত্রী, রাজনীতি
শান্তিপূর্ণ আন্দোলনে আসছে জোয়ারছবি: picture-alliance/dpa

একদিকে গ্রামগঞ্জ থেকে ধূমায়িত হওয়া সরকার বিরোধী বিক্ষোভ আর অন্যদিকে শহরের শ্রমিক ইউনিয়নগুলিরও তাতে যোগদান৷ টিউনিশিয়ায় দেখা যাচ্ছে আধুনিক বিশ্বের এক নতুন ধাঁচের বিপ্লবের উত্থান৷ যে বিপ্লব এখনও পর্যন্ত শান্তিপূর্ণ, দারুণ ভাবে সংগঠিত এবং অত্যন্ত রাজনৈতিক৷

রাজনৈতিক অস্থিরতার শুরু হয়েছিল পলাতক প্রেসিডেন্ট বেন আলি-র শাসনকালেই৷ ত্রিশের দশকে যেভাবে ফরাসি দেশে শাসকবিরোধী বিপ্লব কেন্দ্রীভূত হয়েছিল, যাতে সমাজের সব শ্রেণী থেকে যোগ দিয়েছিলেন মানুষ, অনেকটা সেই ধাঁচেই বুদ্ধিজীবি থেকে শ্রমিক সকলেই পা মেলাচ্ছেন সরকার বিরোধী বিক্ষোভের মিছিলে৷

রাজধানী তিউনিসেই শুধু নয়, বিপ্লবের উজ্জ্বল শিখা দেখা গেছে সুদূর গ্রামেগঞ্জে৷ সেখানেই গড়ে উঠেছে ‘ক্যারাভান অফ লিবারেশন'৷ দেশকে অপশাসন থকে মুক্ত করে নতুন প্রভাতের সূচনার উদ্যোগ৷ তাতে যোগ দিয়েছে শ্রমিক সংগঠন জেনারেল টিউনিশিয়ান ওয়ার্কার্স ইউনিয়ন বা ইউজিটিটি৷ যে মিছিল বা যে বিক্ষোভের চেহারা দেখছে রাজধানী থেকে দেশ, সর্বত্র, তাতে কোথাও নেই কোনরকম অশান্তির লক্ষণ৷ আইনভঙ্গ করার উদ্যোগ বা ভাঙচুরের তৎপরতাও নেই৷ পক্ষান্তরে নিজেদের দাবিটিকে সোচ্চার করার এক নম্র প্রকাশ৷ মিছিলে পা মেলানো ২৯ বছরের শিক্ষিকা রাবিয়া সিমানের কন্ঠে তাই আত্মবিশ্বাসের জোরালো সুর৷ তিনি সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘এই যে ক্যারাভান দেখছেন, সরকারের পতন না ঘটিয়ে তার যাত্রা থামবে না৷'

Proteste in Tunesien Karawane der Freiheit NO FLASH
সমাজের সব শ্রেণীর মানুষ এই বিদ্রোহে সামিলছবি: picture-alliance/dpa

ক্যারাভানের আন্দোলনে দেখা যাচ্ছে নারীদের সংখ্যাই বেশি৷ এমিল জোলা বলতেন, ‘যে সমাজে নারীর উত্থান হয় সেই সমাজ সর্বাংশে শুদ্ধ হয়ে ওঠে৷ গড়ে ওঠে সঠিকভাবে৷' একনায়কতন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের ক্লিন্ন পথ পেরিয়ে টিউনিশিয়ায় নতুন সূর্যোদয়ের চেষ্টায় তাই নারীর উত্থান অবশ্যই লক্ষ্য রাখার বিষয়৷

গানুশি আর তাঁর মন্ত্রিসভার পতন দেখতে চায় ক্যারাভান৷ ছয়মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন গানুশি৷ নির্বাচনের পরেই রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন৷ নির্বাচনের দিনক্ষণ অবশ্য শোনা যায়নি৷ তবে বিক্ষোভ বাড়ছে৷ বাড়ছে তার কলেবর৷ গানুশি কতদিন টিঁকতে পারেন সেটাও ভাববার মত বিষয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম