1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গালি শুনে যা বললেন ওবামা

৬ সেপ্টেম্বর ২০১৬

ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালি দেয়ায় তাঁর সঙ্গে বৈঠক বাতিল করেছেন ওবামা৷ অবশ্য পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দুতার্তে৷

https://p.dw.com/p/1JwLH
Bildkombo Barack Obama und Rodrigo Duterte
ছবি: Getty Images/AFP/S. Loeb/M. Dejeto

মঙ্গলবার এই দুই নেতার মধ্যে প্রথমবারের মতো বৈঠক হওয়ার কথা ছিল৷ এর একদিন আগে সোমবার এক সংবাদ সম্মেলনে দুতার্তে ওবামাকে ‘সান অফ আ হোর’ বলে গালি দেন৷ ওবামা যেন বৈঠকের সময় ফিলিপাইন্সে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি না দেন, সে বিষয়ে তাঁকে (ওবামাকে) আগেই সতর্ক করতে গিয়ে এই মন্তব্য করেন দুতার্তে৷ ওবামার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনার (ওবামা) অবশ্যই অন্যকে সম্মান দেখাতে হবে৷ শুধু শুধু প্রশ্ন বা বিবৃতি দেবেন না৷ সান অফ আ হোর, আমি ঐ বৈঠকে আপনাকে গালাগাল করবো৷’’


দুতার্তের কাছ থেকে এমন মন্তব্য শোনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে ‘কালারফুল’ মানুষ বলে আখ্যায়িত করেন৷ তিনি বলেন, ‘‘আমি আমাদের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাদের বলেছি, ফিলিপাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দেখতে যে, এই পরিস্থিতিতে সফল আলোচনা অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা৷’’


এরপরই দুতার্তের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা আসে৷ পরে এক বিবৃতিতে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে এমন মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেন৷

উল্লেখ্য, ফিলিপাইন্সে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ গেছে৷ ক্যাথলিক গির্জা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ফিলিপাইন্সের এই অভিযানের সমালোচনা করেছে৷ তবে প্রেসিডেন্ট দুতার্তে এ সব সমালোচনা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন৷ সোমবারের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, ‘‘এই অভিযান চলবে৷ আরও রক্ত ঝরবে৷’’

গত জুন মাসে ফিলিপাইন্সের ক্ষমতায় আসা দুতার্তে এর আগেও বিশ্বের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের অকথ্য ভাষায় গালাগাল করেছেন৷ ফিলিপাইন্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তিনি ‘সান অফ আ হোর’ বলেন৷ এছাড়া জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীন ও সিঙ্গাপুর নিয়ে তাঁর অসৌজন্যমূলক মন্তব্য গণমাধ্যমের খবর হয়েছে৷



জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য