1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি দুর্ঘটনায় বেকহ্যাম, কানে শিল্পীদের ভীড়

৮ মে ২০১১

অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে বেঁচে গেলেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় পড়ে তাঁর গাড়ি, তবে আপাতত রক্ষা পেয়েছেন এই যাত্রায়৷

https://p.dw.com/p/11Bcu
ছবি: AP

পিপল ম্যাগাজিন জানিয়েছে, শুক্রবার ঘটনার সময় বেকহ্যামের সঙ্গে তাঁর ১২ বছরের ছেলে ব্রুকলিনও ছিল৷ বেকহ্যামের কালো রংয়ের ক্যাডিলাক গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিৎসুবিশি গাড়িকে আঘাত করে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল এর কর্মকর্তা জেনিফার কনোলি৷ দুর্ঘটনায় বেকহ্যাম এবং তাঁর ছেলের তেমন কিছু না হলেও মিৎশুবিশি গাড়ির চালক অবশ্য আহত হয়েছেন৷ তাঁকে পরে হাসপাতালে পাঠানো হয়৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সকার লিগের গ্যালাক্সি ক্লাবে খেলার কারণে বেকহ্যাম এবং তাঁর স্ত্রী ভিক্টোরিয়া এখন লস এঞ্জেলেসে বসবাস করছেন৷ আসছে জুলাইয়ে চতুর্থ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন ভিক্টোরিয়া৷

Flash-Galerie Cannes Filmfestival 2011 Julia Leigh Sleeping Beauty
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে স্লিপিং বিউটিছবি: Cannes Filmfestival 2011

জমে উঠছে কান উৎসব

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে এখন সেখানে ভীড় করছেন বিশ্বের সব চলচ্চিত্র তারকারা৷ প্রখ্যাত চলচ্চিত্র শিল্পীদের বর্ণিল উপস্থিতিতে এখন সরগরম হয়ে উঠছে কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ৷ মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ছোঁয়া লেগেছে এবারের কানেও৷ তিউনিসিয়ার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘নো মোর ফিয়ার‘ সকলের নজর কাড়ছে৷ ৭৪ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে বেন আলির বিরুদ্ধে গণঅভ্যুত্থানে জনগণের একাত্মতা এবং নির্ভীক দেশপ্রেম৷ গণতন্ত্রের দাবিতে চলা বিক্ষোভে কীভাবে নিরাপত্তা বাহিনী দমন চালিয়েছে তার বেশ কিছু চাঞ্চল্যকর দৃশ্য রয়েছে এই প্রামাণ্যচিত্রটিতে৷ এছাড়া ইরানের কারাগারে আটক থাকা প্রখ্যাত পরিচালক জাফর পানাহি এবং মোহাম্মদ রাসুলুফকে এবার বিশেষভাবে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য