1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুরুর দেহ ডিপ ফ্রিজে

১৪ মার্চ ২০১৪

ভারতের পাঞ্জাব রাজ্যে ভক্তরা তাঁদের গুরুর মৃতদেহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন৷ তাঁদের আশা, সমাধি বা ধ্যান শেষ হবার পর তিনি নাকি আবারো জেগে উঠবেন৷ আদালত ও পুলিশও তাঁদের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করতে নারাজ৷

https://p.dw.com/p/1BPLE
ছবি: Roberto Schmidt/AFP/Getty Images

অলৌকিক ঘটনা কাহিনিতে পাওয়া যায়৷ কিন্তু বাস্তবেও কি তা ঘটে? একদল মানুষ তারই আশায় রয়েছেন৷ গুরু ‘দেহ রেখেছেন', মানে মারা গেছেন৷ জীবদ্দশায় ধ্যান, তপস্যার অনেক কথা বলেছেন৷ তাই শিষ্যদের ধারণা, তিনি আসলে গভীর ধ্যানে তলিয়ে গেছেন৷ একদিন আবারো জেগে উঠবেন৷ ততদিনে তাঁর পার্থিব শরীরের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য মরদেহ আশ্রমের ‘ডিপ ফ্রিজার'-এ রেখে দেওয়া হয়েছে৷

ভারতের চণ্ডীগড় শহরের কাছে নূরমহলে আশুতোষ মহারাজ হার্ট অ্যাটাকে মারা গেছেন গত ২৯শে জানুয়ারি৷ বয়স হয়েছিল সত্তরের বেশি৷ তাঁর ‘দিব্যজ্যোতি জাগৃতি সংস্থান' গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে৷ ১৯৮৩ সালে মিশনের যাত্রা শুরু হয়েছিল৷ মিশনের মুখপাত্র স্বামী বিশলানন্দ বলেন, মহারাজজির আসলে সমাধি হয়েছে৷ ধ্যানের সবচেয়ে উচ্চ মার্গে রয়েছেন তিনি৷ ধ্যান শেষ হলেই আবার জেগে উঠবেন৷ শিষ্যরা তারই অপেক্ষায় রয়েছেন৷ সংগঠনের ওয়েবসাইটে তাঁদের প্রতি এ জন্য ধন্যবাদ জানানো হয়েছে৷ বিশলানন্দ আরও বলেন, অতীতেও অনেক সাধু-সন্নাসী হিমালয়ে গিয়ে মাসের পর মাস ধরে সমাধিতে চলে যেতেন৷

Indien Goldener Tempel Amritsar Sikhismus Sikhs
রায়ে বলা হয়েছে, আশুতোষ মহারাজের সত্যি মৃত্যু হয়েছে৷ তবে তাঁর দেহ নিয়ে কী করা হবে, ভক্তরাই তার সিদ্ধান্ত নেবেনছবি: AP

গুরুর দেহ এমন করে ফ্রিজে রেখে দেওয়ার বিষয়টি অবশ্য সব ভক্তের পছন্দ হচ্ছে না৷ এক ব্যক্তি নিজেকে তাঁর প্রাক্তন ড্রাইভার হিসেবে দাবি করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন৷ তাঁর মতে, গুরুজির দেহ আটকে রাখার পেছনে রয়েছে আশ্রমের বিশাল সম্পত্তি৷ অনেকেই তার অংশ পেতে আগ্রহী৷ আদালত অবশ্য এই আবেদন অস্বীকার করেছে৷ রায়ে বলা হয়েছে, আশুতোষ মহারাজের সত্যি মৃত্যু হয়েছে৷ তবে তাঁর দেহ নিয়ে কী করা হবে, ভক্তরাই তার সিদ্ধান্ত নেবেন৷ আদালতের রায়ের পর স্থানীয় পুলিশও হস্তক্ষেপ করতে নারাজ৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য