1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলজারের কবিতা কাটরিনাকে অমর করবে

১৭ ফেব্রুয়ারি ২০১১

গুলজার৷ হিন্দী ছবির দুনিয়ায় যে কবির অপরূপ শায়েরিতে অমিতাভ বচ্চন থেকে রেখা কিংবা হেমা মালিনী থেকে শাবানা আজমি অমর হয়ে রয়েছেন৷ ‘সেই গুলজার এবার আমার জন্য কবিতা লিখুন, আমি চাই৷’ বলেছেন কাটরিনা৷

https://p.dw.com/p/10IC3
কবিতা লেখার মতই সুন্দরী কাটরিনাছবি: AP

আচ্ছা, কাটরিনা কাইফ কী সুন্দরী? এ প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে নারী পুরুষ নির্বিশেষে সবাই হাত তুলে একবাক্যে বলবেন, নিশ্চয়ই সুন্দরী৷ নাহ্৷ এই কথাটার মধ্যে কারও মনে কোন সন্দেহ নেই৷ কিন্তু কাটরিনা কতটা সুন্দরী? এ প্রশ্ন তুললে অনেকেই চিন্তায় পড়ে যাবেন৷ ভাবতে বসতে হবে, সত্যিই তো! যে মেয়ে বিদেশে জন্মাল, বড় হল, সবকিছুই বিদেশিনীদের মত, নামখনাও বিলিতি, কাটরিনা, সে মেয়েটা পাশ্চাত্ত্যের দৃষ্টিভঙ্গীতে কতটা সুন্দরী?

প্রশ্নটা উঠেছে৷ কারণ, কাটরিনা কাইফের এবার অমর হতে শখ হয়েছে৷ তিনি চান, হিন্দী ছবির যা কিছু ক্ল্যাসিক, সেখানে পা রাখতে৷ তাহলে কোনদিন আর তাঁর নামখানা তালিকা থেকে মুছে যাবে না৷ আর সেজন্যই গুলজার সাহেবকে স্মরণ৷ কাটরিনা এখন চান, গুলজার শুধুমাত্র কাটরিনাকে ভেবেই, তার রূপের কথা ভেবেই কবিতা লিখবেন, আর ছবিতে সেগুলোর সঙ্গে অভিনয় করে কাটরিনা থেকে যাবেন চিরকালের সুন্দরীদের তালিকায়৷ যেমন রয়েছে হেমা মালিনী, রেখা কিংবা ডিমপল কাপাডিয়া বা শাবানা আজমি আর স্মিতা পাটিলের নাম৷

Filmplakat Yuvvraaj Foto: Vertrieb Eros International
কাটরিনা অভিনীত এ ছবিটাও হিটছবি: Eros International

মুম্বইতেই প্রীতিশ নন্দীর কবিতার বই ‘লাভ পোয়েমস'-এর উদ্বোধনে সেদিন এসেছিলেন কাটরিনা কাইফ৷ তারপরেই কবিতা নিয়ে কথা বলতে গিয়ে দুঃখী দুঃখী গলায় বলেই ফেললেন, ‘কেউ কোনদিন আমাকে নিয়ে কবিতা লেখে নি৷ তবে যদি লিখতেই হয়, তাহলে আমার খুউব ইচ্ছা, গুলজার সাহেব লিখুন৷আমার রূপ শুধুমাত্র তাহলেই অমর হয়ে থেকে যাবে৷'

বলিউডের সবচেয়ে যৌন আবেদনময়ী সুন্দরী নায়িকা কাটরিনা তো নিজের মনের কথা বলে দিলেন, এবার? কী বলছেন গুলজার সাহেব? দেখা যাক!

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস