1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ান্তানামো থেকে বন্দি পাঠানো হলো আমিরাতে

১৬ আগস্ট ২০১৬

গুয়ান্তানামো থেকে ১৫ জন বন্দিকে আরব আমিরাতে পাঠানো হয়েছে৷ পেন্টাগন জানিয়েছে,এই বন্দিদের ১২ জন ইয়েমেনি ও তিনজন আফগান৷ বলা হয়েছে, এরা আর ঝুঁকিপূর্ণ নয়, বা তাদের আর আটকে রাখার প্রয়োজন নেই৷

https://p.dw.com/p/1Jivw
Kuba US-Gefangenlager Guantanamo Bay
ছবি: picture-alliance/dpa/J. Riley

গুয়ান্তানামো বে ডিটেনশন সেন্টারে এখনও ৬১ জন বন্দি আছে বলে পেন্টাগনের বিবৃতিতে প্রকাশ৷ নাইন-ইলেভেনের পর থেকে প্রায় ৭৮০ জন বন্দিকে এখানে আটক রাখা হয়েছে - যদিও পরিভাষায় তারা ‘ডিটেইনি' অর্থাৎ আটক ব্যক্তি, বন্দি নয়৷ বুশ প্রশাসনের আমলে মোট ৫৩২ জন বন্দিকে গুয়ান্তানামো থেকে মুক্তি দেওয়া হয় এবং বড় বড় দল করে আফগানিস্তান ও সৌদি আরবে পাঠানো হয়৷ ওবামা প্রথমবার প্রেসিডেন্ট হবার সময় গুয়ান্তানামোয় ২৪২ জন বন্দি ছিল৷ সোমবারের ঘোষণার পরেও আরো ১৯ জন থেকে যাচ্ছে, যাদের বস্তুত ছাড়পত্র দেওয়া হয়েছে৷ বাকি যারা আছে, তারা সবচেয়ে বিপজ্জনক বলে গণ্য৷ ওবামা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে পাঠিয়ে গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধ করে দিতে চান, মার্কিন কংগ্রেস যার বিরোধী৷

এবার যাদের মুক্তি দেওয়া হলো, তাদের মধ্যে কেউ কেউ ১৪ বছরের বেশি সময় ধরে গুয়ান্তানামোয় আটক ছিল৷ ছয়টি মার্কিন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত পিরিয়ডিক রিভিউ বোর্ড তাদের মুক্তির পক্ষে মতামত দেয়৷ গতবছর যে পাঁচজন গুয়ান্তানামো বন্দিকে আমিরাতে পাঠানো হয়, তাদের সফল পুনর্বাসন সম্ভব হয়েছে, বলে পেন্টাগন জানিয়েছে৷ ২০০৮ সালেও আমিরাতের নাগরিক এক বন্দিকে আমিরাতে ফেরৎ পাঠানো হয়েছিল৷

আমিরাতের সরকারি সংবাদ সংস্থায় বন্দি হস্তান্তর সম্পর্কে কিছুই বলা হয়নি৷ আমিরাতের সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাইছেন না৷ তবে আমিরাত এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান সামরিক সহযোগী হিসেবে পরিচিত৷ ইরাক ও সিরিয়ায় যেসব মার্কিন বিমান হানা চলেছে তার অনেকটাই সংঘটিত হয় আমিরাতকে ঘাঁটি করে৷ দুবাইয়ের জেবেল আলি বন্দরে নিয়মিত নোঙর ফেলে মার্কিন নৌবাহিনীর পোত৷

গুয়ান্তানামো ডিটেনশান সেন্টার বন্ধ করার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল এনভয় বা বিশেষ প্রতিনিধি লি ভোলোস্কি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ১৫ জন ব্যক্তির সর্বাধুনিক দলটিকে গ্রহণ করে ডিটেনশান সেন্টার বন্ধ করার পথে যে সহায়তা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য কৃতজ্ঞ৷ গুয়ান্তানামো চালু থাকার ফলে যুক্তরাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে, গুরুত্বপূর্ণ মিত্র ও সহযোগীদের সঙ্গে সম্পর্কের হানি ঘটছে ও সহিংস সন্ত্রাসবাদিরা উৎসাহ পাচ্ছে বলে ভোলোস্কি মন্তব্য করেন৷

এসি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য