1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Guantanamo, Prisoner, Germany, USA, Palestinian, Syria

৮ জুলাই ২০১০

গুয়ান্তানামো বে বন্দি শিবিরের দুই বন্দিকে আশ্রয় দেবে জার্মানি৷ এদের একজন ফিলিস্তিনি এবং অন্যজন সিরীয় নাগরিক৷ কুখ্যাত ঐ বন্দিশালাটি বন্ধে ওয়াশিংটনকে সহায়তা করতেই জার্মানির এই সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/ODry
Guantanamo, Prisoner, Germany, USA, Palestinian, Syria, গুয়ান্তানামো, জার্মানি
কুখ্যাত গুয়ান্তানামো বে’র বন্দিশালাছবি: AP

কোন অভিযোগ ছাড়াই প্রায় নয় বছর বন্দিত্ব কাটানোর পর তারা এবার মুক্তি পেল৷ জার্মানি বলছে, এই দুই বন্দিকে আশ্রয় দেওয়ার মধ্যে ঝুঁকির কিছু নেই৷ এর আগে ২০০৬ সালে জার্মানি আরেক বন্দিকে আশ্রয় দিয়েছিল৷ গুয়ান্তানামো বে বন্দি শিবির থেকে মুক্তিপ্রাপ্ত ঐ বন্দি ছিল তুর্কি নাগরিক৷ তবে বড় হয়েছিল জার্মানিতেই৷

এরপর গত বছর আরো দুই বন্দি গ্রহণে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করে বার্লিন৷ কারণ ছিল, অ্যামেরিকা তাদের সর্ম্পকে যথেষ্ট তথ্য দিতে না পারা৷ এছাড়া চীনা উইঘুর বংশোদ্ভূত কিছু বন্দিকে গ্রহণ করতেও রাজি হয়নি জার্মানি৷ তবে এবার শেষ পর্যন্ত ইতিবাচক মত পাওয়া গেল জার্মান সরকারের৷ জার্মানির হামবুর্গ এবং রাইনল্যান্ড পালাটিনাটে রাজ্যে রাখা হবে এই দুই বন্দিকে৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মাইসিয়েরে বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই জার্মানিতে এসে পৌঁছবে ঐ দুই বন্দি৷ তবে তিনি জোর দিয়ে বলেন যে, গুয়ান্তানামো বে’র ঐ শিবিরের বন্দি গ্রহণে নতুন কোন অনুরোধ প্রত্যাখ্যান করবে জার্মানি৷

Guantanamo, Prisoner, Germany, USA, Palestinian, Syria, গুয়ান্তানামো, জার্মানি
গুয়ান্তানামো বে’র সেই বন্দিশালার ভেতরের খণ্ডচিত্র (ফাইল ছবি)ছবি: AP

দুই বন্দি গ্রহণে জার্মান সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, দুই বন্দিকে আশ্রয় দিতে জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা৷ গুয়ান্তানামো বে বন্দিশালা বন্ধে মার্কিন পদক্ষেপকে এগিয়ে নিতে জার্মানির প্রতিশ্রুতির একটি ইঙ্গিত তাদের এই মানবিক পদক্ষেপ৷ এছাড়া ঐ বন্দিশালা বন্ধে অন্যান্য দেশের সহায়তারও প্রশংসা করেন টোনার৷ তিনি জানান, এসব বন্দির জন্য আশ্রয়দাতা দেশের সংখ্যা ক্রমে বাড়ছে৷

এদিকে, গুয়ান্তানামো বে থেকে মুক্ত এসব বন্দি গ্রহণে জার্মানির সম্মতিকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দপ্তর ‘মানবাধিকারের জন্য কলঙ্ক ঘুঁচাতে ঐ বন্দি শিবির বন্ধে' মুক্তিপ্রাপ্ত বন্দিদের সমাজে একীভূত করে নেওয়ার আহ্বান জানায়৷ এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ জার্মানির সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ