1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহযুদ্ধের মুখে পড়তে যাচ্ছে আইভরি কোস্ট

২২ ডিসেম্বর ২০১০

আইভরি কোস্ট গতমাসের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের খেসারত দিচ্ছে চরমভাবে৷ নির্বাচন নিরপেক্ষ হয়নি – এই মর্মে প্রতিবাদ জানাতে গিয়ে দেশটিতে বহু মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে৷

https://p.dw.com/p/zoIp
প্রেসিডেন্ট লোরোঁ বাগবো এবং আলাসান উয়াতারাছবি: AP/DW

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি হয়তো গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে৷ তিনি আরো জানান, আশেপাশের দেশে ভাড়াটে সৈন্য সংগ্রহ করা হচ্ছে, সে খবরও জাতিসংঘ পেয়েছে৷ জাতিসংঘ সেনারা হুমকির শিকার হচ্ছে৷ মহাসচিব মুন বলেন, ‘‘আমি বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে, জাতিসংঘ সৈনিকদের জন্য সরবরাহ নিশ্চিত করা যাচ্ছেনা৷ আমাদের সেনাদের সামনে অপেক্ষা করছে কঠিন এক সময়৷''

Ban Ki Moon Armutsgipfel UNO
মহাসচিব বান কি মুন চিন্তিতছবি: ap

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইভরি কোস্টের শান্তি রক্ষায় সেনার সংখ্যা বাড়িয়ে দশ হাজার করেছে৷ এসব সেনা আরও ৬ মাস আইভরি কোস্টে থাকবে – তা অনুমোদনও করা হয়েছে৷ বর্তমান প্রেসিডেন্ট লোরোঁ বাগবো একটি আন্তর্জাতিক কমিটি গঠনের কথা বলেছেন, এই কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে৷ কমিটিতে আফ্রিকান সংস্থা একোওয়াস, জাতিসংঘ, অ্যামেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীন থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন৷ নভেম্বর মাসের নির্বাচনে বাগবোর বিরুদ্ধে দাঁড়ান আলাসান উয়াতারা৷ জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য বহু দেশ মনে করে, উয়াতারাই বিজয়ী হয়েছিলেন৷

জার্মানি এবং ফ্রান্স তার নাগরিকদের আইভরি কোস্ট ত্যাগ করার পরামর্শ দিয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক