1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহহীন থেকে তারকা ডোনাল্ড গোডের নতুন অ্যালবাম

২ মার্চ ২০১৭

ছিলেন গৃহহীন, রাস্তার পাশে বসে পিয়ানো বাজাতেন৷ পিয়ানো বাজানোর ভিডিও একজন ইউটিউবে তুলে দেয়ার পর থেকে ডোনাল্ড গোড রীতিমতো তারকা৷ সম্প্রতি বাজারে এসেছে তাঁর নতুন অ্যালবাম৷

https://p.dw.com/p/2YWit
Symbolbild Klavier Hände
ছবি: picture-alliance/PAP

ডোনাল্ডের কথা কিছুদিন আগেই আমরা এক প্রতিবেদনে জানিয়েছিলাম৷ একসময় নিজের দেশ যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করেছেন ডোনাল্ড গোড৷ কিন্তু ভাগ্যচক্রে ঠাঁই হয় ফ্লোরিডার রাস্তায়৷ গৃহহীন জীবনের খরচ জোটাতেন পিয়ানো বাজিয়ে৷ ২০১৫ সালে ‘কাম সেইল অ্যাওয়ে’ গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হলে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি৷

ডোনল্ডকে এখন নিয়মিত দেখা যায় বিভিন্ন মিডিয়াতে৷ তাঁর রয়েছে নিজের ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে অ্যাকাউন্ট৷ শুধু তাই নয়, সংগীতে রীতিমতো ক্যারিয়ার গড়তে চলেছেন তিনি৷ চলতি মাসে তাঁর নিজের অ্যালবাম ‘ওয়াক অন ওয়াটার’ প্রকাশের কথা রয়েছে৷ ইতোমধ্যে সেটির একটি ছোট সংস্করণ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি৷

তবে দু'বছর আগে তাঁর ভাইরাল ভিডিও যতটা হিট করেছিল, নিজের অ্যালবাম প্রকাশের অর্থ সংগ্রহের চেষ্টা ততটাই বিফল হয়েছে৷ অ্যালবাম প্রকাশের জন্য অনলাইনে অর্থ জোগাড়ের ওয়েবসাইট কিকস্টার্টারে তাঁর আবেদন ব্যর্থ হয়েছে৷ তিনি সেখানে এক হাজার ইউরো তোলার চেষ্টা করলেও জোগাড় হয়েছে মাত্র ২৮২ মার্কিন ডলার৷ 

ডোনাল্ড অবশ্য দমে যাওয়ার পাত্র নন৷ বরং নিজের ওয়েবসাইট বিভিন্ন প্রচারণার মাধ্যমে অ্যালবামের অর্থ জোগাড়ের চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি৷ তাঁর সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য