1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আযমকে শিগগিরই গ্রেফতার করা হবে: চিফ প্রসিকউটর

১৫ ফেব্রুয়ারি ২০১১

‘জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম দেশের এক নম্বর চিহ্নিত যুদ্ধাপরাধী’ এই মন্তব্য করে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকউটর বলেছেন, তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান প্রায় শেষ, তাকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে৷

https://p.dw.com/p/10HJx
গোলাম আযমছবি: Harun Ur Rashid Swapan

গোলাম আযমসহ দেশের শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেফতারের দাবিতে আজ যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে স্মারক লিপি দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ৷ তারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের গ্রেফতারের ও দ্রুত বিচারের দাবি জানায়৷ নয়তো তারা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারে৷ বাধাগ্রস্ত করতে পারে বিচার কাজ৷ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোরশেদ জানান, শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেফতার না করলে তারা নানা ফন্দি ফিকির আঁটতে পারে৷

এরপর যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকউটর গোলাম আরিফ টিপু জানান, গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রায় শেষ৷ গোলাম আযম এক নম্বর যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত৷ তাকে শিগগিরই গ্রেফতার করা হবে৷

তবে ঠিক কতদিনের মধ্যে বা কোন মাসে গোলাম আযমকে গ্রেফতার করা হতে পারে তা জানাননি চিফ প্রসিকউটর৷

এদিকে যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আজ প্রাথমিক তদন্ত রিপোর্ট ট্রাইবুন্যালে উপস্থাপন করা হয়েছে৷ অধিকতর তদন্তের জন্য তদন্তকারীরা আরো সময় চাইলে আদালত রোববার সাঈদীর উপস্থিতিতে শুনানির দিন ঠিক করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন