1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালোটা দেখছেন কর্তারা

ইওশা ভেবার / জেডএইচ১৭ জুলাই ২০১৩

আগামী মাসেই মস্কোতে বসতে যাচ্ছে অ্যাথলেটিক্সের বিশ্বকাপ৷ তাতে জ্যামাইকার ইউসাইন বোল্ট আর মার্কিন টাইসন গে-র মধ্যে ১০০ মিটারের একটা উত্তেজনাকর দৌড়ের অপেক্ষায় ছিল বিশ্ববাসী৷ কিন্তু হায়!

https://p.dw.com/p/199GR
epa03775619 Tyson Gay (C) of the USA and Asafa Powell (R) from Jamaica compete during the mens 100 m race at the Athletissima IAAF Diamond League athletics meeting in the Stade Olympique de la Pontaise in Lausanne, Switzerland, 04 July 2013. EPA/PETER KLAUNZER +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

টাইসন গে নিজেই জানিয়েছেন ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা এবং তারপরই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷ অথচ চলতি বছরে ১০০ মিটারে সবচেয়ে ভালো টাইমিংটা ছিল তাঁরই৷ মাত্র সপ্তাহ দুয়েক আগে তিনি মস্কোর চ্যাম্পিয়নশিপে সাফল্যের আশার কথা জানিয়েছিলেন৷

কেন তিনি পজিটিভ হলেন? উত্তরটাও টাইসন নিজেই দিয়েছেন৷ ‘‘একজনকে বিশ্বাস করেছিলাম, সে আমাকে ডুবিয়েছে,'' বলেছেন গে৷

FILE - In this Saturday, May 19, 2013 file photo, Asafa Powell of Jamaica, center, competes with Nesta Carter of Jamaica, left, and Kim Collins of Saint Kitts, right, during the men's 100 meter at the Diamond League track and field competition in Shanghai, China. Former 100-meter world-record holder Asafa Powell and Jamaican teammate Sherone Simpson have each tested positive for banned stimulants, according to their agent. Paul Doyle told The Associated Press on Sunday, July 14, 2013 that they tested positive for the stimulant oxilofrine at the Jamaican championships and were just recently notified. The news came the same day that American 100-meter record holder Tyson Gay revealed that he also failed a drug test. (AP Photo/Eugene Hoshiko, File)
আসাফা পাওয়েল (বামে)ছবি: picture alliance / AP Photo

টাইসন গে যেদিন পজিটিভ হওয়ার কথা জানান, তার কয়েক ঘণ্টা পরই আরেকটা খবর আসে জ্যামাইকা থেকে৷ সেটা ১০০ মিটারের সাবেক বিশ্বরেকর্ডধারী আসাফা পাওয়েলের পজিটিভ হওয়ার খবর৷ গতমাসে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপ চলার সময় ডোপটেস্ট দিয়েছিলেন পাওয়েল৷ আর তাতেই পজিটিভ হয়েছেন তিনি৷

তবে পাওয়েলের এজেন্ট পল ডোয়েল ডোপটেস্টে এই ব্যর্থতার জন্য পাওয়েলের ক্যানাডীয় প্রশিক্ষককে দায়ী করেছেন৷ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোয়েল বলেন, ‘‘ট্রেনার ক্রিস্টোফার জুরেব ইনজেকশান আর শক্তিবর্ধক ওষুধ দিয়েছিলেন যে কারণে পাওয়েল টেস্টে পজিটিভ হন৷''

ভাল দেখছেন কর্মকর্তারা

একইদিনে দুই মহা তারকার এমন খবরে সমর্থকরা ছাড়াও হতাশ হয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স এর শীর্ষ কর্তাব্যক্তিরাও৷ তবে তারা এর একটা ভালো দিক খুঁজে নিচ্ছেন৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগে বলেছেন, ‘‘আমি একইসাথে অবাক ও হতাশ হয়েছি৷ তবে এই ভেবে সান্ত্বনা পাচ্ছি যে ডোপিং বন্ধে আমাদের নেয়া পদক্ষেপগুলো ভালো কাজ করছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য