1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা’

৩ অক্টোবর ২০১০

সুকুমার রায় লিখেছিলেন, ‘গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা’৷ অর্থাৎ গোঁফ বিষয়টি মোটেই ফেলনা নয়৷ নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে গোঁফের গুরুত্ব আরও বোঝা যাচ্ছে৷

https://p.dw.com/p/PTHa
গোঁফের বৈচিত্র্যে এগিয়ে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাছবি: AP

গেমস ভিলেজে পরিচ্ছন্নতার অভাব, আয়োজনে ঢিলেমি, দুর্নীতি, পরিকাঠামোর সমস্যা – কমনওয়েলথ গেমসকে ঘিরে বিতর্কের শেষ নেই৷ কিন্তু সেসব ছাপিয়ে অতিথিদের নজর কাড়ছে গোঁফের বাহার৷ গোঁফের বৈচিত্র্যে এগিয়ে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন৷ উর্দি তাদের এক হলেও নানা রকম গোঁফের কারণে তাঁরা বেশ নজর কাড়ছেন৷ সুইমিং পুলের পাশে যেমন কুচকাওয়াজ করছিলেন কয়েকজন জওয়ান৷ ৮ জনের সেই দলের মধ্যে ৪ জনের নাকের নিচে শোভা পাচ্ছে ‘হ্যান্ডেলবার' গোঁফ, বাকি ৪ জনের গর্ব তাঁদের ‘মাটন চপস' গোঁফ৷

ভারতীয় সৈন্যদের অনেকেই তাদের ‘ডিজাইনার' গোঁফের জন্য বিখ্যাত৷ অতীতে নবাব ও মহারাজারা যে রীতি শুরু করেছিলেন, জওয়ানদের মধ্যে তারই ধারাবাহিকতা দেখা যায়৷ দেশের ফ্যাশন-সচেতন তরুণ প্রজন্ম যতই গোঁফ-দাড়ি এড়িয়ে চলুক না কেন, সৈন্যরা দেশের সঙ্গে সঙ্গে গোঁফেরও সুরক্ষা করে চলেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক