1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপনে পান রপ্তানি, ১৫শ কোটি টাকা হারানোর শঙ্কা

জাহিদুল হক৫ জুলাই ২০১৪

বাংলাদেশের পানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে ইউরোপে পান রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় কমিশন৷ তারপরও গোপনে পান রপ্তানি করছিল ব্যবসায়ীরা৷

https://p.dw.com/p/1CVra
ছবি: picture alliance/Arco Images GmbH

অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এ মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার পরও শাকসবজির মধ্যে পান ঢুকিয়ে গোপনে ইউরোপে পান রপ্তানি করছিলেন কিছু ব্যবসায়ী৷ সেটা ধরা পড়ায় এখন ফলমূল ও শাকসবজি রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ এর ফলে প্রায় দেড় হাজার কোটি টাকা রপ্তানি আয়ের সুযোগ নষ্ট হতে পারে বলে জানিয়েছে দৈনিকটি৷

বিষয়টি নিয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন৷ কারণ গোপনে পান রপ্তানির সঙ্গে কতিপয় কাস্টমস কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে৷

কারণ ‘সালমোনেলা' ব্যাকটেরিয়া

বাংলাদেশ থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া পানে সালমোনেলা পাওয়া যাওয়ায় ইউরোপীয় কমিশনের ‘ব়্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড' বা আরএএসএফএফ গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পানের উপর নিষেধাজ্ঞা জারি করে৷ এই নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাস পর্যন্ত৷ তবে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে মেয়াদ আরও বাড়তে পারে৷

এদিকে বাংলাদেশের পানের উপর নিষেধাজ্ঞায় চিন্তিত ভারতও৷ ‘টাইমস অফ ইন্ডিয়া' পত্রিকায় ২৫ জুন তারিখে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সালমোনেলা ব্যাকটেরিয়াটি পানি থেকে পানে যায়৷ এবং সেটা পানের বহিরাংশেই থাকে৷ তাই পান রপ্তানির আগে যদি জীবাণুমুক্ত করে দেয়া হয় তাহলে ভাল হয়৷

সালমোনেলার কারণে ডায়রিয়া ও বমি হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য