1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপন নথি প্রকাশ থেমে যাবেনা: মুক্তির পর আসাঞ্জ

১৭ ডিসেম্বর ২০১০

জামিনে মুক্ত হওয়ার পর উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ বললেন তিনি তাঁর কাজ করে যাবেন৷ এর মানে হলো, ভবিষ্যতে তাঁর হাতে যত গোপন নথি আসবে সব তিনি প্রকাশ করবেন৷

https://p.dw.com/p/Qdxw
মুক্তির পর আসাঞ্জছবি: AP

এছাড়া যে অভিযোগে তাঁকে নয়দিন ব্রিটিশ কারাগারে থাকতে হলো সেটা তিনি ভুল প্রমাণ করবেন৷ উল্লেখ্য, আসাঞ্জের বিরুদ্ধে দুজন সুইডিশ মহিলাকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে৷

এদিকে মুক্তি পাওয়ার পর এখন তিনি তাঁর এক সমর্থকের বাড়িতে রয়েছেন৷ সাবেক ব্রিটিশ কর্মকর্তা ফন স্মিথের বাড়ি এটি৷ স্মিথের গড়ে তোলা ‘ফ্রন্টলাইন ক্লাব' উইকিলিক্সের ব্রিটিশ শাখা হিসেবে কাজ করে থাকে৷

এই বাড়িতে থাকাকালীন আসাঞ্জকে প্রতিদিন স্থানীয় পুলিশ স্টেশন হাজিরা দিতে হবে৷ এবং চলাফেরার সময় হাতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়ে রাখতে হবে৷ তিনি যেন ব্রিটেন ছেড়ে যেতে না পারেন সেজন্যই এই নির্দেশ দিয়েছে আদালত৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক নথি ফাঁস করে দেয়ায় আসাঞ্জের ওপর বেশ ক্ষুব্ধ মার্কিন কর্তৃপক্ষ৷ কারণ ঐসব নথিতে বিভিন্ন দেশের অভ্যন্তরীন বিষয় সম্পর্কে সেসব দেশে নিযুক্ত থাকা মার্কিন রাষ্ট্রদূতদের আপত্তিকর মন্তব্য রয়েছে৷ ফলে এগুলো প্রকাশ হয়ে যাওয়ায় ঐসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে৷

আর একারণে যুক্তরাষ্ট্র চাইছে আসাঞ্জকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে৷ জামিনে মুক্তি পাওয়ার পর আসাঞ্জ সেধরণের একটা আভাস দিয়েছেন৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তাঁর আইনজীবীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ অবশ্য এটাকে তিনি এখনো গুজবই বলছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা