1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল্ডেন গ্লোবের সেরা ছবি সোশ্যাল নেটওয়ার্ক

১৭ জানুয়ারি ২০১১

হলিউডের অ্যাওয়ার্ড মৌসুম শুরু হয়ে গেছে ইতিমধ্যে৷ রোববার রাতে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিল্স এ জমকালো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের মধ্য দিয়ে তা যেন পুরো মাত্রায় উন্নীত হলো৷

https://p.dw.com/p/zyVR
ফেসবুকের প্রতিষ্ঠা নিয়ে ছবি সোশ্যাল নেটওয়ার্কছবি: picture-alliance/ZUMA Press

সেরা অভিনেত্রী নাটালি পোর্টম্যান

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের জুরিদের দেওয়া গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি সিনেমা জগতের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয়৷ আর অস্কারের সঙ্গে এর পার্থক্য হলো ড্রামার পাশাপাশি মিউজিক্যাল অথবা কমেডি এই দুটি ক্যাটাগরিতেও সেরা পুরস্কার দেওয়া হয়ে থাকে৷ এই যেমন এবার ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিয়ে নিলেন ‘ব্ল্যাক সোয়ান' ছবির অভিনেত্রী নাটালি পোর্টম্যান৷ ‘দ্য .ব্যাবিট' ছবির নিকোল কিডম্যানকে পেছনে ফেলে এবার সবার সেরা হলেন পোর্টম্যান৷ অন্যদিকে মিউজিক্যাল ছবির সেরা অভিনেত্রীর পুরস্কারটি কিন্তু গেছে মার্কিন অভিনেত্রী অ্যানেট বেনিং এর কাছে৷ সমকামী নিয়ে তৈরি ছবি ‘দ্য কিড্স আর অল রাইট' এ তাঁর দুর্দান্ত অভিনয় সকলের নজর কেড়েছে৷ এছাড়া মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কারও গেছে ‘দ্য কিড্স আর অল রাইট' এর ঝুলিতে৷

Natalie Portman
নাটালি পোর্টম্যানছবি: AP

সেরা ছবি সোশ্যাল নেটওয়ার্ক

এদিকে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘সোশ্যাল নেটওয়ার্ক' এর পরিচালক ডেভিড ফিঞ্চার পেলেন সেরা পরিচালকের পুরস্কার৷ শুধু তাই নয়, এবারের সেরা ছবির পুরস্কারটিও গিয়েছে সোশ্যাল নেটওয়ার্ক এর ঝুলিতে৷ চলতি বছর সমালোচকদের দৃষ্টিতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে এই ছবিটি৷ সব মিলিয়ে চারটি পুরস্কার নিয়ে সবার আগে রয়েছে ছবিটি৷ যদিও সেরা ছবির তালিকায় সবচেয়ে বেশি সাতটি মনোনয়ন পেয়েছিল ‘দ্য কিংস স্পিচ' ছবিটি৷ এরপর ছয়টি করে মনোনয়ন পায় ‘সোশ্যাল নেটওয়ার্ক' ও ‘দ্য ফাইটার'৷

Zufaellig verheiratet
উমা থারম্যানের সঙ্গে কলিন ফার্থছবি: AP

সেরা অভিনেতা কলিন ফার্থ

অন্যদিকে ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কারটি শেষ পর্যন্ত গেল ‘দ্য কিংস স্পিচ' ছবির নায়ক কলিন ফার্থ এর কাছেই৷ এক্ষেত্রে তাঁকে বেশ প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে ‘সোশ্যাল নেটওয়ার্ক' ছবিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ভূমিকায় অভিনয় করা জেসে আইজেনবার্গের সঙ্গে৷ অন্যদিকে দ্য বক্সার ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন ব্যাটম্যান খ্যাত ব্রিটিশ অভিনেতা ক্রিস্টিয়ান বেইল৷

তবে গোল্ডেন গ্লোবের এবারের আসরটা কিছুটা বিতর্কিত হয়ে গেছে মামলার কারণে৷ জুরিরা স্টুডিওগুলোর কাছ থেকে টাকা খান, এমন অভিযোগে গত সপ্তাহে একটি মামলা হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আয়োজকদের বিরুদ্ধে৷ তবে আয়োজকরা এসব আমলে নিতে নারাজ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য