1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যাস নিয়ে আম্বানিদের গৃহযুদ্ধে রায় দিল সুপ্রিম কোর্ট

৭ মে ২০১০

ভারতের দুই বিলিওনেয়ার ভাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি আর রিলায়েন্স ইনফোকমের মালিক অনিল আম্বানির বিরোধ ছিল গ্যাসের দাম ও সরবরাহ নিয়ে৷ সুপ্রিম কোর্ট শুক্রবার জানাল, পরিবার নয়,এ বিষয়ে সরকারই বলবে শেষকথা৷

https://p.dw.com/p/NIPQ
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানিছবি: AP

চার বছর ধরে মামলা চলার পর তিন বিচারকের সুপ্রিম কোর্ট বেঞ্চ শুক্রবার রায় দেন, গ্যাস নিয়ে পারিবারিক সমঝোতা পত্রের কোন আইনি বৈধতা নেই৷ তাই ৬ সপ্তাহের মধ্যে গ্যাসের দাম ও সরবরাহ নিয়ে নতুন করে আলোচনার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত৷ এতে সুবিধা পেলেন বড় ভাই মুকেশ আম্বানি৷ পারিবারিক সমঝোতা পত্র অনুসারে কৃষ্ণা-গোদাবরি অববাহিকার গ্যাস অনিল আম্বানির তাঁর বিদ্যুত প্রকল্পের জন্য ব্যারেলপ্রতি ২.৩০ মার্কিন ডলারে পাওয়ার কথা৷ কিন্তু মুকেশ পরে সেই সমঝোতা থেকে সরে এসে বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ সম্ভব নয়৷ এখন ব্যারেল প্রতি দিতে হবে ৪.২০ মার্কিন ডলার৷

Anil Ambani, Industrialist
রিলায়েন্স ইনফোকমের মালিক অনিল আম্বানিছবি: AP

উল্লেখ্য, প্রায় ৮-বছর আগে অন্ধ্রপ্রদেশের উপকূলে কৃষ্ণা-গোদাবরি অববাহিকায় গ্যাসের খোঁজ পায় মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ এটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের অন্যতম৷ রিলায়েন্স তখন ছিল এক অবিভক্ত পরিবার৷ পিতা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর দুই ভাই হয়ে ওঠেন এই কর্পোরেট সাম্রাজ্যের কর্ণধার৷ তিন বছরের মাথায় বাণিজ্যিক স্বার্থ নিয়ে দুই ভাই-এর মধ্যে দেখা দেয় মনান্তর৷ ২০০৫ সালে অবিভক্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেঙ্গে দু টুকরো হয়৷ বড় ভাই পান পেট্রো-কেমিক্যালস, তেল ও গ্যাস৷ ছোট ভাই অনিলের ভাগে পড়ে টেলিকম, বিদ্যুত ও আর্থিক পরিষেবা৷

এখন গ্যাসের দাম নির্ধারণে শেষ কথা বলবে সরকার৷ বলা বাহুল্য, সেই দাম হবে বেশি৷ আদালতের এই রায়ে অনিল আম্বানির কোম্পানির শেয়ারের দাম পড়ে যেতে দেখা গেছে৷

প্রতিবেদন : অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়